বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্ত এলাকা থেকে ফের ৭ বোমা উদ্ধার
॥ বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি তুমব্রু সীমান্ত এলাকার থেকে অক্ষত অবস্থায় মিয়ানমার থেকে ছোড়া আরজিপি (৭) বোমা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (৯ ফেব্রুয়ারী) বেলা সাড়ে তিনটার দিকে তুমব্রু সীমান্তের ৩৪ নাম্বার পিলার থেকে এই বোমা উদ্ধার করা হয়। বিজিবি ও স্থানীয় সুত্রগুলো নিশ্চিত করেছে।
স্থানীয়রা জানান, দুপুর দিকে ৩৪ নাম্বার পিলার নামক স্থানে জমি থেকে এক নারী অবিষ্ফোরিত একটি বোমা হাতে নিয়ে আসে। খবর পেয়ে অবিস্ফোরিত মর্টালশেলটি উদ্ধার করে নিরাপদ স্থানে রেখে দেন বিজিবি। সেই বিষয়ে জানাজানি হলে স্থানীয়দের মাঝে আতঙ্কর ছড়িয়ে পড়ে।
রাজেয়া বেগম বলেন, সকালে আমি তুমব্রু সীমান্তের পাশে ধানের জমিতে কাজ করতে গিয়েছিলাম। সেসময় সীমান্ত ঘেষে ৩৪ নাম্বার পিলারে স্থানে অবিস্ফোরিত বোমা দেখতে পায়। পরে সেখান থেকে হাতে করে বাড়িতে নিয়ে আসি।
রাজেয়া বেগমের দেবর মোঃ রাশেল বলেন, দুপুর দিকে রাজেয়া ভাবি হাতে করে অবিস্ফোরিত একটি মর্টার শেল হাতে করে বাসায় নিয়ে আসে। সেটি দেখে বিজিবি সদস্যদের খবর দিলে তারা এসে বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায়।
১নং ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, দুপুরে সীমান্ত থেকে ৩৪ নাম্বার পিলার নামক স্থানে রাজেয়া নামে এক নারী অবিস্ফোরিত আরপিজি (৭) বোমা হাতে করে নিয়ে এসেছে। বিজিবি খবর পেয়ে সেই বোমা উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে গেছে।