শিরোনাম
বান্দরবানের লামায় বালু উত্তোলন করায় একজনের কারাদণ্ড সহ স্কেভেটর জব্দদীঘিনালায় শান্তিপূর্ণ ভাবে মাসব্যাপী দানোত্তম কঠিন চীবরদান উৎসব সম্পন্নসরকারি রাজস্ব আদায়ে হেডম্যান-কারবারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে: বিভাগীয় কমিশনারখাগড়াছড়ির রামগড়ে ভ্রাম্যমান আদালত কর্তৃক ৫ হাজার ঘনফুট বালু জব্দরাঙ্গামাটি আসনে মনিস্বপন দেওয়ানের বিকল্প নয়, দীপেনেরও যোগ্য সম্মান পাওয়া উচিৎসবার প্রতি আমাদের সম্মান ও ভালোবাসা রয়েছে, রাঙ্গামাটিতে এআইজিপিঅবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দীঘিনালায় ব্যবসায়ীদ্বয়কে ১লক্ষ টাকা জরিমানাবাঙ্গালহালিয়ায় কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে কঠিন চীবর দান অনুষ্ঠিতখাগড়াছড়ির দীঘিনালায় শীতের আগাম সবজি চাষে লাভবান কৃষকরাদীঘিনালায় ৫৪তম সমবায় দিবস উদযাপন

সেনা জোন কর্তৃক চেকপোস্ট স্থাপন করে তল্লাশি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রায় সাড়ে ১১ লক্ষ টাকার বিদেশী সিগারেট ও চকলেট জব্দ

১১৫

॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অবৈধভাবে নিয়ে আসা ৪০৮ কার্টুন সিগারেট এবং ৮৮৮ প্যাকেট চকলেট জব্দ করেছে মাটিরাঙ্গা জোন। এসব সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ১১ লাখ ২৬ হাজার ৮ শত টাকা। বৃহস্পতিবার (ফেব্রুয়ারী) রাতে মাটিরাঙ্গা জোনের আরপি চেকপোস্টে এসএ পরিবহনের একটি গাড়ি তল্লাশি করে এসব সিগারেট ও চকলেট জব্দ করা হয় বলে পুলিশ ও সেনা সুত্র জানিয়েছে।

সেনাবাহিনীর সূত্রে জানা যায়, অবৈধ পথে ভারতীয় বিভিন্ন পণ্য সামগ্রী মাটিরাঙ্গায় প্রবেশ করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোন কর্তৃক চেকপোস্ট স্থাপন করে তল্লাশি চালিয়ে এসব জব্দ করা হয়।

জব্দকৃত বিদেশী অবৈধ ৪০৮ কার্টুন সিগারেট যার আনুমানিক মূল্য ৮ লাখ ১৬ হাজার টাকা এবং ৮৮৮ প্যাকেট চকলেট এর আনুমানিক মূল্য ৩ লাখ ১০ হাজার ৮ শত টাকাসহ সর্বমোট ১১ লাখ ২৬ হাজার ৮ শত টাকা। জব্দকৃত অবৈধ সিগারেট ও চকলেট মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান মাটিরাঙ্গা জোন।

মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ কামরুল হাসান পিএসসি বলেন, সরকারী ট্যাক্স ফাঁকি দিয়ে ভারতীয় পন্য অবৈধ পথে নিয়ে আসা রোধে মাটিরাঙ্গা জোন কাজ করে যাচ্ছে। চোরাকারবারীদের বিরুদ্ধে সেনাবাহিনীর এমন অভিযান অব্যাহত থাকবে মর্মে সচেতন মহলের সহযোগিতা কামনা করেন তিনি।