রাঙ্গামাটি শিশু নিকেতনে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণ
প্রতিকী বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযোদ্ধা সহ ইতিহাস ও ঐতিহ্যের নানান চিত্র
॥ নিজস্ব প্রতিবেদক ॥
ব্যাপক আনন্দ উদ্দীপনায় ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাঙ্গামাটি শিশু নিকেতনে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারী) সকালে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজ নিরুপা দেওয়ান, সহ-সভাপতি সুনীল কান্তি দে, জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান মহসিন রানা, অধ্যক্ষ এসএম মঈন উদ্দীন সহ সকল শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
গত ৪,৫,৬ ও ৭ ফেব্রুয়ারী থেকে বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগীতার মধ্যে বিভিন্ন খেলায় অংশ গ্রহন করে ছাত্র ছাত্রীরা। বৃহস্পতিবার সকালে যেমন খুশী তেমন সাঁজ অনুষ্ঠানের পরে বিজয়ীদের মাঝে নানান পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিদ্যালয় প্রাঙ্গন ছিল ছাত্র-ছাত্রীদের মহা আনন্দের প্রাঙ্গনস্থল। পুরস্কার গ্রহনের সময় মুহুর মুহুর করতালির মধ্যে শিক্ষক অভিভাবক সহ সকলেই খুশীতে মেতে ছিল। এছাড়াও অভিভাবকরা খেলাতে অংশ গ্রহন করেন। যেমন খুশী তেমন সাঁজে প্রতিকী বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, কৃষক সহ ইতিহাস ও ঐতিহ্যের অনেক চিত্র ফুটে ওঠে।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজ নিরুপা দেওয়ান বলেন, আজ খুব ভালো লাগছে ছোট্ট ছোট্ট সেনামনিরা প্রতিবছরের মত এবছরও ক্রীড়া অনুষ্ঠানে অংশ গ্রহন করেছে। আমরা চাই আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে পড়ালেখা শেখার পাশাপাশি ক্রীড়াতেও ভালো করুক এ প্রত্যাশাই করি।