খাগড়াছড়ির মাটিরাঙ্গায় যৌথ অভিযানে দেশীয় অস্ত্র উদ্ধার
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ২রাউন্ড কার্তুজসহ একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ফেব্রুয়ারী) বিকালের দিকে মাটিরাঙ্গা পৌরসভার মোহাম্মদপুর, বরঝালা এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
পুলিশ ও সেনাবাহিনী জানায়, মাটিরাঙ্গা পৌরসভার ৭নং ওয়ার্ডের মোহাম্মদপুর, বরঝলা এলাকায় একটি সশস্ত্র সন্ত্রাসী দল অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা সেনা জোন ও মাটিরাঙ্গা থানার একটি দল ঘটনাস্থলের রওয়ানা হলে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসী দল পালানোর সময় একটি ব্যাগ ফেলে যায়। ব্যাগটি তল্লাশি করে ২রাউন্ড কার্তুজ সহ একটি দেশীয় পিস্তল উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি জানান, ২রাউন্ড কার্তুজসহ দেশীয় পিস্তলটি উদ্ধার করে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। অবৈধ অত্র উদ্ধারে মাটিরাঙ্গা জোনের এমন অভিযান অব্যাহত থাকবে।