লংগদুতে সেনাজোনের মানবিক সহায়তা
॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥
রাঙ্গামাটির লংগদু উপজেলার প্রান্তিক অসহায় মানুষের কথা চিন্তা করে, মানবতার সেবায় লংগদু সেনাজোন তেজস্বী বীর এর জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া উপজেলার দুজন শিক্ষার্থী ও একজন নবজাতকের চিকিৎসা বাবদ এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রদান করেছেন।
বুধবার দুপুর ১২টায় লংগদু জোন সদরে জোন অধিনায়ক উপস্থিত চার জনকে আর্থিক অনুদান প্রদান করেন। এসময় নবজাতক শিশুর চিকিৎসার জন্য মাইনীমুখ ইউনিয়ন ০৫নং ওয়ার্ড ইসলামাবাদের মোঃ সোহরাব মিয়াকে নগদ ৩ হাজার টাকা, মাইনীমুখ ইউনিয়ন ০৪ নং ওয়ার্ড মালাদ্বীপের মোঃ হৃদয়কে পড়ালেখার জন্য ৫ হাজার টাকা, বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে শ্রী শ্রী জগন্নাথদেব মন্দিরে আগামী ১৮,১৯,২০ ফেব্রুয়ারি মহোৎসব উদযাপন উপলক্ষে মন্দির সভাপতি সঞ্জিত পালের হাতে নগদ ৫ হাজার টাকা, লংগদু ইউনিয়ন ০৮নং ওয়ার্ড বড়দমের সুমনা চাকমার উচ্চ শিক্ষার জন্য তার নানি অর্পিতা চাকমার হাতে নগদ ১০হাজার টাকা তুলে দেন জোন অধিনায়ক।
অনুদান হাতে পেয়ে সকলেই আন্তরিকভাবে জোন অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।