[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

লংগদুতে সেনাজোনের মানবিক সহায়তা

৬৯

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

রাঙ্গামাটির লংগদু উপজেলার প্রান্তিক অসহায় মানুষের কথা চিন্তা করে, মানবতার সেবায় লংগদু সেনাজোন তেজস্বী বীর এর জোন অধিনায়ক লে. কর্নেল হিমেল মিয়া উপজেলার দুজন শিক্ষার্থী ও একজন নবজাতকের চিকিৎসা বাবদ এবং একটি ধর্মীয় প্রতিষ্ঠানে নগদ অর্থ প্রদান করেছেন।

বুধবার দুপুর ১২টায় লংগদু জোন সদরে জোন অধিনায়ক উপস্থিত চার জনকে আর্থিক অনুদান প্রদান করেন। এসময় নবজাতক শিশুর চিকিৎসার জন্য মাইনীমুখ ইউনিয়ন ০৫নং ওয়ার্ড ইসলামাবাদের মোঃ সোহরাব মিয়াকে নগদ ৩ হাজার টাকা, মাইনীমুখ ইউনিয়ন ০৪ নং ওয়ার্ড মালাদ্বীপের মোঃ হৃদয়কে পড়ালেখার জন্য ৫ হাজার টাকা, বাঘাইছড়ি উপজেলার দুরছড়ি বাজারে শ্রী শ্রী জগন্নাথদেব মন্দিরে আগামী ১৮,১৯,২০ ফেব্রুয়ারি মহোৎসব উদযাপন উপলক্ষে মন্দির সভাপতি সঞ্জিত পালের হাতে নগদ ৫ হাজার টাকা, লংগদু ইউনিয়ন ০৮নং ওয়ার্ড বড়দমের সুমনা চাকমার উচ্চ শিক্ষার জন্য তার নানি অর্পিতা চাকমার হাতে নগদ ১০হাজার টাকা তুলে দেন জোন অধিনায়ক।

অনুদান হাতে পেয়ে সকলেই আন্তরিকভাবে জোন অধিনায়কের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।