[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
রাঙ্গামাটির লংগদু উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য আলীম বহিষ্কারখাগড়াছড়ির দীঘিনালায় নানান আয়োজনে নববর্ষ উদযাপনবাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের নববর্ষ উদযাপনরাঙ্গামাটির বাঘাইছড়িতে পহেলা বৈশাখ উপলক্ষে বিএনপির শোভাযাত্রামাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে উপজেলা প্রশাসনের বর্ষবরণ শোভাযাত্রাখাগড়াছড়ির মাটিরাঙ্গায় বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ বরণ করেছে বিএনপিবান্দরবানের থানচিতে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে সাংগ্রাই উৎসবখাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতারইসরাইল কর্তৃক ফিলিস্থিনে গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে ওয়ার্ল্ড পীস্’র মানববন্ধনঢাকা রমনা লেকে ফুল ভাসিয়ে ফুলবিঝু উৎসব পালন করলেন পার্বত্য উপদেষ্টা
[/vc_column_text][/vc_column][/vc_row]

রুমা কেন্দ্রীয় ঈদগাহ মায়দানে ৪৯তম সীরাতুন্নবী ও মিলাদুন্নবী (সা.) মাহফিল

৭১

॥ রুমা উপজেলা প্রতিনিধি ॥
বান্দরবান রুমা পাহাড়ি দুর্গম এলাকায় রুমা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও মুসলিম ঐক্য পরিষদের উদ্যোগে, রুমা বাজার কেন্দ্রীয় ঈদগাহ মায়দানে ৪৯ তম সীরাতুন্নবী ও মিলাদুন্নবী (সা.) মাহফিল। প্রতিবছরের মতো এই বছরও মঙ্গলবার (৬ফেব্রুয়ারী) রুমা মুসলমানদের মিলন মেলা হিসাবে ফুটে ওঠেছে এই মাহফিল।

উক্ত মাহফিলে ছোট ছোট ছেলে মেয়েদেকে ধর্মীয় শিক্ষা প্রশারের জন্য হাম, নাদ ও হিফজুল হাদীস, বিভিন্ন ভাষায় বক্তব্য ও প্রয়োজনীয় দোয়া ও মাসায়ীল প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠান শেষে প্রতিযোগিদের মাঝে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ মিলন মেলায় উপস্থিত ছিলেন মারমা, বম, চাকমা, ত্রিপুরা, হিন্দু ধর্মাবলম্বী মিলেমিশে মাহফিলে দেখা গেছে।

মাহফিলের প্রথম অধিবেশনে সভাপতি জনাব মীর নাছির উল্লাহ ও দ্বিতীয় অধিবেশনে সভাপতি জনাব এস.এম আবদুল মান্নান ও জাবলুল কুরআন মাদ্রাসার অধ্যাপক জনাব হুজাইফা মাহমুদ এবং রুমা ঐক্য পরিষদের আহবায়ক ও ঐক্য পরিষদের সদস্য বৃন্দ। প্রতিযোগিতার অনুষ্ঠান শেষে বাদে আসর থেকে পবিত্র সীরাতুন্নবী ও মিলাদুন্নবী মাহফিল শুরু হয়, উক্ত মাহফিলে অংশ নেন। জাতি র্ধম, র্বণ নির্বিশেষে সকল শ্রেণির এবং পেশার মানুষ এই যেনো বান্দরবানে সাম্প্রদায়িকতাই রুমা উপজেলায় মডেলের রূপ কার।

উক্ত মাহফিলে প্রধান মেহমান হিসাবে উপস্থিত ছিলেন রুমা জুন কমান্ডার লে: কর্নেল ক.ম আরফাত আমিন, পিএসপি এবং বিশেষ মেহমান হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহাবুব হোসেন আরো ছিলেন রুমা থানা, এস আই মিদল রুমা থানা। রুমা উপজেলা চেয়াম্যান উহ্লাচিং মারমা এবং সদর চেয়াম্যান শৈবং মারমা, রুমা ভাইস চেয়ারম্যান থাংখামলিয়াম বম, মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মারমা, আর ও ছিলেন এলাকার গণমান্য ব্যক্তি। এই ছাড়াও মাহফিলে প্রধান অতিথি হিসাবে ছিলেন হাফেজ মাওলানা মহিউদ্দিন মাহমুদ। প্রধান আলোচক হিসাবে ছিলেন হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ মুজিবুল হক। বিশেষ আলোচক হিসাবে ছিলেন হযরত মাওলানা হুজাইফা মাহমুদ। এবং আখেরি মুনাজাত করেন হযরত আলহাজ্ব মাওলানা আলাউদ্দীন ইমামী। সভাপতিত্ব করেন জনাব নাছির উল্লাহ মীর ও জনাব মাওলানা এস এম আবদুল মান্নান। সঞ্চালনা করেন জনাব মোঃ জসীম উদ্দিন ও মোঃ সায়েদ উদ্দিন। উক্ত মাহফিলে আড়াই হাজারের অধীক লোকের সমগম হয়।