মানিকছড়ি উপজেলা চেয়ারম্যানকে পুনরায় নির্বাচিত করতে মতবিনিময় সভা
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আমেজ বইতে শুরু করেছে মানিকছড়ির নির্বাচনী মাঠে। যদিও নির্বাচনের তফসিল এখনও ঘোষণা করা হয়নি। তারপরও দোকানপাটে চায়ের আড্ডায় চলছে আলোচনা। আর তাই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীনকে পুনরায় নির্বাচিত করতে মতবিনিময় সভা করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন ও উপজেলার চার ইউপি চেয়ারম্যান ও সদস্যগণ।
বুধবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে ১নং মানিকছড়ি সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে সভা কক্ষে বর্তমান চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীনকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১নং মানিকছড়ি সদর ইউপি চেয়ারম্যান মোঃ শফিকুর রহমান ফারুক’র সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন। এতে বিশেষ অতিথি ছিলেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মাঈন উদ্দিন। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ বাহার মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম বাবুল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আতিউল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল কাদের, সাবেক ইউপি চেয়ারম্যান এমকে আজাদ, ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, আব্দুল মতিন, আবুল কালাম আজাদ, সনাতন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি রুপেন পাল, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মহিলা লীগের সভাপতি নুরুন্নাহার, যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয় প্রমূখ।
মতবিনিময় সভায় বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীনকে পুনরায় চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করতে একাট্টা প্রকাশ করেন এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তার বিজয় নিশ্চিত করতে যার যার অবস্থান থেকে কাজ করারও প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সভায় বক্তারা আরো বলেন, বর্তমান উপজেলা চেয়ারম্যানকে আমাদের প্রয়োজনে যখন যেভাবে চেয়েছি, ঠিক তখন সেভাবে পেয়েছি। আমাদের কোনো কাজে তিনি অসহযোগিতা মূলক আচরণ করেননি। তাছাড়া তার সময়ে মানিকছড়িতে ব্যাপক উন্নয়ন হয়েছে। গরিব, দুঃখি মানুষের পাশে দাড়িয়েছেন তিনি। সেই সাথে উপজেলা আ.লীগকেও আগলে রেখেছেন। উনার হাতেই উপজেলা পরিষদ ও আ.লীগ নিরাপদ বলে মন্তব্য করেন বক্তারা। তাই আগামী নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার আশাবাদ ব্যক্ত করেন।
বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীগের সভাপতি মোঃ জয়নাল আবেদীন মতবিনিময় সভায় পুনরায় নির্বাচিত করতে সকলের নিকট দোয়া চেয়ে বলেন, বিগত রাজনৈতিক জীবনে আপনাদের পাশে ছিলাম। আপনারা চেয়েছেন বলে গত ৫ বছর উপজেলা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছি। উপজেলা পরিষদের বরাদ্ধের পাশাপাশি অত্র উপজেলার মানুষের সুখে, দুঃখে, বিপদে, আপদে কাছে থাকার চেষ্টা করেছি। তাছাড়া যতটুকু সম্ভব হয়েছে আমি ব্যক্তিগত ভাবেও সাহায্য সহযোগিতা করেছি। আপনাদের দোয়া ও সর্মথন থাকলে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনেও উপজেলা চেয়ারম্যান হিসেবে নির্বাচনে অংশ নিতে চাই। আশা করি আপনারা আমাকে সমর্থন ও মূল্যবান ভোট প্রদানের মাধ্যমে দ্বিতীয়বারের মতো নির্বাচিত করবেন এবং অতিতের ন্যায় আগামীতেও আপনাদের পাশে থাকবে।