[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

বাঘাইছড়ির সাজেকে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ পালিত

৭৬

॥ পাহাড়ের সময় ডেক্স ॥
সন্ত্রাসী কর্তৃক দুই ইউপিডিএফ সদস্য আশীষ চাকমা ও দীপায়ন চাকমাকে হত্যার প্রতিবাদে ও খুনিদের গ্রেফতারের দাবিতে রাঙ্গামাটির সাজেকে ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ পালিত হয়েছে। বুধবার (৭ফেব্রুয়ারি) সকাল ৬ টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালিত হয় বলে সংগঠনের তথ্য ও প্রচার শাখার প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতেও জানানো হয়।

এর আগে সকাল সন্ধ্যা অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও পরে সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে অবরোধের সময় পরিবর্তন করে আধাবেলা করা হয়। অবরোধ সফল করতে সকাল থেকে ইউপিডিএফের নেতা-কর্মীরা সাজেকের বাঘাইহাট রেতকাবা চৌমুহনী, নন্দরাম, ১৩ কিলো, মাচলং এলাকায় পর্যটন সড়কে টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে পিকেটিং করেন। এ সময় তারা আশীষ ও দীপায়ন চাকমার খুনি সন্ত্রাসীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়ে শ্লোগান দেন।

এদিকে অবরোধের কারণে সড়কে তেমন কোন যানবাহন চলাচল করেনি। তবে সেনাবাহিনী ও পুলিশ পাহারায় পর্যটনগামী গাড়িতে করে পর্যটকদের নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। অবরোধ কর্মসূচি সফল করায় ইউপিডিএফের সাজেক ইউনিটের প্রধান সংগঠক অডিট চাকমা স্থানীয় জনসাধারণসহ যানবাহন সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন। তিনি অবিলম্বে আশীষ ও দীপায়ন চাকমার সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানান। পার্বত্য চট্টগ্রামে চলমান হত্যাকাণ্ডের প্রধান ইন্ধনদাতা হচ্ছেন শাসকগোষ্ঠি ও সন্তু লারমা। তারাই কায়েমী স্বার্থ উদ্ধারের লক্ষ্যে খুনখারাবির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে অস্থিতিশীল পরিস্থিতি জিঁইয়ে রাখতে মরিয়া হয়ে উঠেছেন।

তিনি শাসকগোষ্ঠির সকল অন্যায় দমন-পীড়ন ও ঠ্যাঙাড়ে সন্ত্রাসী লেলিয়ে দিয়ে খুন-গুমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য জনগণের প্রতি আহ্বান জানান। একই সাথে তিনি শাসকগোষ্ঠির খপ্পড় থেকে বেরিয়ে এসে খুনের রাজনীতি পরিহারপূর্বক জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সামিল হওয়ার জন্য সন্তু লারমার প্রতিও আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি ২০২৪ সাজেকের মাচালং ব্রিজ পাড়া এলাকায় জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা ইউপিডিএফ সদস্য আশীষ চাকমা ও দীপায়ন চাকমাকে গুলি করে নৃশংসভাবে হত্যা করে। এখনো খুনিদের গ্রেফতার করা হয়নি, প্রেস বিজ্ঞপ্তি-