রাজস্থলীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর পরিদর্শন করলেন ইউএনও
॥ মোঃ আজগর আলী খান, রাজস্থলী ॥
মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর ৫ম ধাপের প্রথম পর্যায়ে আশ্রয়ণ প্রকল্পের রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় ভূমিহীন ও গৃহহীনদের ঘর পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ।
মঙ্গলবার দুপুরে উপজেলার তিনটি ইউনিয়নের যথাক্রমে ১নং ঘিলাছড়ি, ২নং গাইন্দ্যা ও বাঙ্গালহালিয়া আশ্রয়ণ প্রকল্পের ভুমিহীন গৃহহীন পরিবারের ঘর পরিদর্শন করেন তিনি।
ইউএনও জানান, ৫ম ধাপের প্রথমপর্যায়ে উপজেলায় এ প্রকল্পের অধীনে জমিসহ মোট ৬টি গৃহহীন ও ভুমিহীন পরিবারকে জমি সহ গৃহ প্রধান করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল করিম, বাঙালহালিয়া, ইউপি চেয়ারম্যান আদোমং মারমা সহ গণমাধ্যমকর্মী গণ উপস্থিত ছিলেন।
উপকার ভোগী পরিবার সকলেই প্রধানমন্ত্রীর এই উপহার পেয়ে সরকার ও উপজেলা প্রশাসন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।