কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী কার্প জাতীয় মাছের প্রশিক্ষণের উদ্বোধন
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
কাপ্তাইয়ে ৩ দিনব্যাপী কার্প জাতীয় মাছের মিশ্রচাষ বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১১টায় পার্বত্য অঞ্চলের মৎস্যসম্পাদ উন্নয়ন প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলা সম্মেলন কক্ষ কিন্নরীতে প্রশিক্ষণ শুরু হয়।
উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আরিফুর রহমান এতে সভাপতিত্ব করে। প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা অধীর চন্দ্র দাস, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্যসম্পদ উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল্লা আল হাসান। ৩দিন ব্যাপী প্রশিক্ষণে ২০জন মৎস্য চাষী অংশগ্রহণ করে।