[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতারইসরাইল কর্তৃক ফিলিস্থিনে গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে ওয়ার্ল্ড পীস্’র মানববন্ধনঢাকা রমনা লেকে ফুল ভাসিয়ে ফুলবিঝু উৎসব পালন করলেন পার্বত্য উপদেষ্টাখাগড়াছড়ির দীঘিনালায় ফুল বিঝু‘র র‌্যালী ও মাইনী নদীতে ফুল দিয়ে গঙ্গাদেবীকে পূজাবাঘাইছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও কাচালং নদীতে ফুল ভাসিয়ে বিঝু শুরুপাহাড়ের বিঝু মেলাতে পাঁজন তরকারি খুবই জনপ্রিয়দক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ কো-অপারেটিভ ‘মৌচাকের’ ৩০ তম সাধারণ সভা অনুষ্ঠিতবান্দরবানের আলীকদমে মাতামুহুরী ও তৈন খালে ফুল ভাসিয়ে বিষু-বিজু উৎসব শুরুবান্দরবানে গত তিন মাসে অপহৃত হয়েছে ৪৯জন, আতঙ্কে স্থানীয়রাপাহাড়ের সময় অনলাইন পোর্টাল আগামী ৭২-৯৬ ঘন্টা বন্ধ থাকবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়িতে দশম শ্রেণির শিক্ষার্থীর পাশে একতা যুব সংঘ

৭৬

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলাধীন বড়ডলু উচ্চ বিদ্যালয়ের জাহানারা বেগম নামের দশম শ্রেণির এক মেধাবী শিক্ষার্থী পাশে দাড়িয়েছে উপজেলার ঐতিহ্যবাহী ক্রীড়া ও স্বেচ্ছাসেবী মানবিক সংঘঠন ‘একতা যুব সংঘ’। সোমবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় শিক্ষার্থীর হাতে শিক্ষা সহায়তার অংশ হিসেবে পোশাক, কাগজ, কলম তুলেদেন সংঘঠনের নেতৃবৃন্দরা। এসময় বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির আহম্মদ, একতা যুব সংঘের সাবেক সভাপতি ও উপদেষ্টা সাংবাদিক আব্দুল মান্নান, সহ-সভাপতি মোঃ রমজান আলী, সাধারণ সম্পাদক মোঃ ইউছুফ, সাবেক সাধারণ সম্পাদক পুলক চক্রবর্তী ও সদস্য মোঃ হাসান উপস্থিত ছিলেন।

বড়ডলু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বশির আহম্মদ বলেন, পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত মেধাবী এই ছাত্রীকে ৬ষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত বিনাবেতনে পড়াশোনার ব্যবস্থা করে দিয়েছি। সে ৬ষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রথম স্থান ধরে রেখেছে। তার পরিবার হতদরিদ্র হওয়া স্বত্বেও লেখাপড়ায় সে খুবই আন্তরিক। তার যতেষ্ট ইচ্ছা শক্তি রয়েছে। আমরাও চেষ্টা করছি তাকে সহযোগিতা করতে। যাতে এসএসসিতে সে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হয়। তাছাড়া হতদরিদ্র মেধাবী এই শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ সহায়তা প্রদান করায় একতা যুব সংঘের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করছি। সংগঠনের এমন মহতী উদ্দোগকে তিনি স্বাগত জানান।

এসময় আবেগাপ্লুত হয়ে শিক্ষার্থী জাহানারা বেগম বলেন, আমি শত বাধা পেরিয়ে পড়াশুনো চালিয়ে যেতে চাই। সবাই আমরা জন্য দোয়া করবেন। আমি যেন, পড়াশুনা শেষ করে পিতা-মাতা ও প্রতিষ্ঠানের মুখ উজ্জল করতে পারি।