পানছড়িতে প্রতিবন্ধীদের মাঝে পুনাকের সহায়ক উপকরণ
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
“প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়- সম্পদ” এমন বিশ্ব গড়ি, প্রতিবন্ধীদের প্রতিভা বিকশিত করি” এই প্রতিপাদ্য নিয়ে খাগড়াছড়ি জেলার পানছড়িতে প্রতিবন্ধীদের নিয়ে অনুষ্ঠান করেছে খাগড়াছড়ি পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
পুনাকের আয়োজিত অনুষ্ঠানে অভিভাবকদের মাঝে সচেতনতা সৃষ্টি এবং সহায়ক সামগ্রী হিসেবে হুইল চেয়ার ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ জসীম উদ্দিনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রতিবন্ধী বিষয়ক অফিসার মোঃ শাহজাহান। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশ সুপার ও খাগড়াছড়ি জেলা পুনাক সভানেত্রী মুক্তা ধর।
প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুক্তা ধর বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করার ফলে তাদের সম্মান বেড়েছে। এখন প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। দেশের প্রতিটি এলাকার প্রতিবন্ধীরা বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। প্রতিমাসে তারা ভাতা পাচ্ছেন।এবং তারা বিভিন্ন প্রতিভার স্বাক্ষর রাখছেন। তিনি আরও বলেন, এই প্রতিবন্ধীদের বাদ দিয়ে স্মার্ট বাংলাদেশ বিনির্মান কখনো সম্ভব না।তাদেরকে আমরা উৎসাহিত ও সুযোগ করে দিতে পারলে তারা এই দেশের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। তাদেরকে নিয়েই স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে।
অন্যান্যদের মধ্যে পানছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আহমেদ হাসান, মাটিরাঙ্গা সার্কেল সহকারী পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ ছালেহ, পানছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ শফিউল আজম, উপজেলা প্যানেল চেয়ারম্যান চন্দ্র দেব চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান মনিতা ত্রিপুরা, উপজেলা সমাজ সেবা অফিসার শামছুল আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।