[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

খাগড়াছড়ি সড়ক পরিবহন জীপ মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা

১২৯

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

খাগড়াছড়ি সড়ক পরিবহন জীপ মালিক সমিতির ত্রি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় জেলা শহরের অরুনিমা কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

এসময় আলোচনা সভায় খাগড়াছড়ি সড়ক পরিবহন জীপ মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল আজিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, খাগড়াছড়ি ট্রাক মালিক সমিতির সভাপতি মনতোষ ধর প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার প্যানেল মেয়র-২ পরিমল দেবনাথ। স্বাগত বক্তব্যে তিনি বলেন, সমিতিতে নেতা হওয়ার জন্য নেতৃত্ব নয়। সংগঠনকে বা সমিতিকে গতিশীল ও সংকট মূহূতে নিয়ন্ত্রণ করতে পারে এমন ব্যক্তিকে নেতৃত্বে সুযোগ দেওয়ার উচিত। বর্তমানে সমিতিতে ৫শ ৯৫জন মালিক অন্তর্ভূক্ত রয়েছে বলে জানায় তিনি।

পরে প্রধান অতিথির বক্তব্যে মংসুইপ্রু চৌধুরী বলেন, পার্বত্য অঞ্চলে জীপ গাড়ি বা চাঁদের গাড়ি আমাদের একমাত্রই যানবাহন ছিল। জীপ গাড়ির মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে যাতায়াতের যাত্রা শুরু। কিন্তু পরে কেমন জানি তা কমে যায়। বর্তমানে সাজেক পর্যটন হওয়াতে খাগড়াছড়ির জন্য একটি মাইল ফলক হয়েছে জীপ গাড়ির মালিক বা কর্তৃপক্ষের।

প্রধান অতিথি আরো বলেন, যাত্রীদের কোন ধরনের হয়রানি বা ক্ষতি হয় এমন কার্যক্রম করা যাবে না। মনে রাখতে হবে- পর্যটক আসলে জীপ গাড়ি চলবে। জীপ গাড়ি চললে সংসার চলবে। যাতায়াতের পথ সুগম হবে। পরে সমিতির নামে নিজস্ব জায়গায় পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে তিনি খাগড়াছড়ি সড়ক পরিবহন জীপ মালিক সমিতি নামে একটি ভবন নির্মাণ করে দেওয়ার আশ্বাস দেন।

পরে উপস্থিতিদের সর্বসম্মতিক্রমে সভাপতি পদে মোঃ আব্দুল আজিম, সাধারণ সম্পাদক পদে পরিমল দেবনাথ, সাংগঠনিক সম্পাদক পদে রাজ্জাক, অর্থ সম্পাদক পদে নুরুল আলম এর নাম প্রস্তাব করলে তা সকলে মত দেন। পরে বাকীগুলোকে আগামী তিন কার্যদিনের মধ্যে সম্পাদন করা হবে মর্মে সিদ্ধান্ত হয়।