স্কুল-কলেজ খোলা, উপস্থিতি নেই পাহাড়ি শিক্ষার্থীদের
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়িতে পাহাড়ি আঞ্চলিক সংগঠন ইউপিডিএফের চার নেতা শহীদ বিপুল, সুনীল, লিটন ও রুহিনদের হত্যার প্রতিবাদে নানান কর্মসূচী পালন করে আসছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় রবিবার চার নেতার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে পানছড়িতে ছাত্র ধর্মঘট করেছে পিসিপিসহ ৫ সংগঠন।
রবিবার সকালে পানছড়ি উপজেলার পানছড়ি সরকারি কলেজ, পানছড়ি মহিলা কলেজ, লোগাং উচ্চ বিদ্যালয়, পুঁজগাং মূখ উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সরেজমিনে গিয়ে দেখা যায়, ধর্মঘটের প্রভাবে সরকারি ছুটির ন্যায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো একেবারে ফাঁকা। প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অফিস খোলা রাখলেও, কোনো শিক্ষার্থী আসেননি। তবে বাঙালী এলাকার স্কুলগুলিতে বাঙালী ছাত্র-ছাত্রীরা যথাযথ নিয়মে বিদ্যালয়ের পড়াশোনা সম্পন্ন করেছে।
পাহাড়ি ছাত্র পরিষদ, পানছড়ি ইউনিটের সভাপতি সুনীলময় জানান, পাহাড়ের ৪নেতাকে হত্যার প্রতিবাদে পাহাড়ি ছাত্র পরিষদের এমন আয়োজন। এতে পাহাড়ি ছাত্র-ছাত্রীরা ব্যাপক সাড়া দিয়েছে।