রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির বার্ষিক বনভোজন উদযাপন
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির কর্তৃক বার্ষিক বনভোজন উদযাপন করা হয়েছে। শনিবার রাঙ্গামাটি সদর উপজেলাধীন রাঙ্গা ব্যাসক্যাম্প রেস্টুরেন্টে এ বনভোজনের আয়োজন করা হয়।
রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, জেলা ডিজিএফআই কমান্ডার কর্নেল. মোঃ আনোয়ারুল ইসলাম, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু হানিফ, বিচারকবৃন্দ, আইনজীবী সমিতির নেতৃবৃন্দ।
এ উপলক্ষে দিনব্যাপী নানান আয়োজনের মধ্যে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রীতিভোজ ও র্যাফেল ড্র। পরে অতিথিরা ১৪জন বিজয়ীদের মাঝে পুরষ্কার তুলে দেন।