[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পাটের মোড়ক ব্যবহার না করায় জরিমানারাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা উপবৃত্তি রেজিস্ট্রেশনের সময় বাড়ালঅপহৃত শিক্ষার্থীদের মুক্তি ও ধর্ষকের শাস্তি দাবিতে বান্দরবানে প্রতিবাদ সমাবেশবান্দরবানের লামায় বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের ৫ দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরুপারভেজ হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির দীঘিনালায় ছাত্রদলের মানববন্ধনখাগড়াছড়ির দীঘিনালায় ৭বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানবান্দরবানের লামায় বাগান দখলের অভিযোগে সাতকানিয়ার শওকত হাজতেখাগড়াছড়ির রামগড়ে রংতুলি’র ঈদ, নববর্ষ ও বৈসাবি’র পুনর্মিলনী অনুষ্ঠানখাগড়াছড়ির রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধারখাগড়াছড়িতে অপহৃত ৫শিক্ষার্থীর মধ্যে লংঙি ম্রো বান্দরবান উপজেলা আলীকদমের
[/vc_column_text][/vc_column][/vc_row]

দীঘিনালায় মেডিকেল ক্যাম্পেইন বিনামূল্যে ওষুধ বিতরণ

১৩০

॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশন এর সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত ফরমেশন এডহকরিক্রুট প্রশিক্ষণ সেন্টার, দীঘিনালা সেনানিবাস কর্তৃক উপজেলার শান্তিপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়েছে।

শনিবার (৩জানুয়ারী) সকাল ১০টায় ফরমেশন এডহক রিক্রুট ট্রেনিং সেন্টার (এফএআরটিসি), দীঘিনালা সেনানিবাস এর আয়োজনে কবাখালি ইউপির পাবলাখালী শান্তিপুর উচ্চ বিদ্যালয়ে মেডিকেল ক্যাম্পেই ও ঔষুধ বিতরণ করা হয়। এ সময় মেডিকেল অফিসার ক্যাপ্টেন এম এম মেহেদী হাসান (আরএমও) রোগীদের চিকিৎসা প্রদান করেন। এছাড়াও মেডিকেল ক্যাম্পেইন পরিদর্শন করেন (এফএআরটিসি) প্রধান প্রশিক্ষক লে. কর্ণেল মাহফুজ মান্নান সুমন (পিএসসি)।

পরির্দশনকালে তিনি বলেন, জাতি, গোষ্ঠী নির্বিশেষে অত্র এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠির সুচিকিৎসার জন্য আমাদের এ আয়োজন। ভবিষ্যতে আমাদের পক্ষ থেকে এমন কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় মেজর আব্দুল্লাহ আল মামুন, ক্যাপ্টেন দুর্লভ কুমার রায়, ক্যাপ্টেন রিফাত জামিল, ক্যাপ্টেন আব্দুল্লাহ হীল মাফি উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিতে এসে চন্দ্রবালা চাকমা (৮০) বলেন, অনেক দিন ধরে কোমড়ের ব্যাথায় কষ্ট পাইতেছি। আর্মি ডাক্তার এসে কথা শুনে ঔষধ নিতে এসেছি। আর্মিরা ভালো ঔষধ দেয়। কনক প্রভা (৬০), লক্ষিমনি চাকমা (৮৫) ও অমিতা চাকমা (৫৫) বলেন, আর্মি অনেক ভালে চিকিৎসা সেবা ও ঔষধ দেয়। সেনাবাহিনীর প্রতি অনেক কৃতজ্ঞতা স্বীকার করি।