কাপ্তাইয়ে বিভিন্ন উন্নয়নমুলক কাজের উদ্বোধন
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
কাপ্তাইয়ে বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (৩ফেব্রুয়ারি) দুপুরে রাঙ্গামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার, এমপি কাপ্তাই কৃষি সম্প্রসারণ অফিস সংলগ্ন অনির্বাণ ক্লাব নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে লগগেইট জামে মসজিদের উধর্বমূখী সম্প্রসারণ কাজের উদ্বোধন করেন।
এসময় কাপ্তাই ৫৬ ই বেঙ্গল অধিনায়ক লেঃ কর্ণেল নুরু উল্ল্যাহ জুয়েল, পিএসসি, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা চেয়ারম্যান মফিজুল হক, ভাইস চেয়ারম্যান নাছির উদ্দিন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম, কাপ্তাই ইউনিয়ন আ’লীগ সভাপতি কাজী শামসুল ইসলাম আজমীর, সাধারণ সম্পাদক আকতার আলমসহ আ’লীগ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া দীপংকর তালুকদার সকালে কাপ্তাই উপজেলা কৃষকলীগ কমিটির পরিচিতি সভা ও বিকাল ৩টায় নতুনবাজার আনন্দ মেলা মাঠে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেন।