কাপ্তাই ন্যাশনাল পার্কে অজগর সাপ অবমুক্ত
॥ কাপ্তাই প্রতিনিধি ॥
রাঙ্গামাটির কাপ্তাইয়ে ন্যাশনাল পার্কে অজগর সাপ অবমুক্ত। শুক্রবার (২ফেব্রুয়ারি) বেলা ১২টায় ৭ফুট দৈর্ঘ্য এ অজগর সাপ অবমুক্ত করেছে রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগ কাপ্তাই রেঞ্জ।
কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান জানান, বৃহস্পতিবার রাঙ্গামাটি কল্যাণপুর এলাকা হতে অজর সাপটিকে ধরে সদর বন বিভাগ। বিটের বন কর্মীরা এবং কাপ্তাই রেঞ্জ রামপাহাড় বিটের ন্যাশনাল পার্কে অবমুক্ত করে।
এদিকে এ অজগর সাপটি ধরা পড়ায় উক্ত এলাকায় অনেকে ভয় পেয়ে যান। খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে বলেও তাদের ধারনা।