এ কে খান সিআরপি চট্টগ্রামের শীতবস্ত্র বিতরণ
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে শতাধিক দরিদ্র, প্রতিবন্ধী ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছে এ কে খান সিআরপি, চট্টগ্রাম।
বৃহস্পতিবার বিকেলে জেলার পানছড়ি উপজেলার কলাবাগান এলাকায় জড়ো হয় দরিদ্র, প্রতিবন্ধী ও অসহায় শতাধিক পরিবার। এসময় এ কে খান সিআরপি চট্টগ্রাম’র খাগড়াছড়ি প্রতিনিধি জয়নাল আবেদীন খন্দকার তাদের হাতে শীতবস্ত্র সামগ্রী তুলে দেন।
প্রতিনিধি জয়নাল আবেদীন খন্দকার জানান, এ কে খান সিআরপি চট্টগ্রাম কর্তৃক প্রতিবছরই শীতবস্ত্র বিতরণ করে থাকি। তারই ধারাবাহিকতায় এ বছরও শীতবস্ত্র বিতরণ করেছি।
এসময় শীতবস্ত্র সামগ্রী নিতে আসা প্রতিবন্ধী আবুল কাশেম, আব্দুল খালেক, রীতা রাণী, মানিক, মনোয়ারা বেগম এ কে খান সিআরপি চট্টগ্রামকে ধন্যবাদ জানিয়ে বলেন, শীতবস্ত্র পেয়ে আমরা খুবই খুশি। তাদের এমন উদ্যোগকে ধন্যবাদ জানাই।