মাদকমুক্ত সমাজ গড়তে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানালেন লে. কর্ণেল কামরুল হাসান
॥ মোঃ আবুল হাসেম, মাটিরাঙ্গা ॥
মাটিরাঙ্গার আইন-শৃঙ্খলা রক্ষাসহ মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মোঃ কামরুল হাসান, পিএসসি বলেন, মাটিরাঙ্গায় চাঁদাবাজি, কিশোর গ্যাং, চুরি ও চোরাচালান মাটিরাঙ্গায় কোন ধরনের অপরাধ বরদাস্ত করা হবেনা।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালের দিকে মাসিক নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ আহবান জানান।
মাটিরাঙ্গা জোন সদরে অনুষ্ঠিত নিরাপত্তা সম্মেলন ও মতবিনিময় সভায় মাটিরাঙ্গা জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মুরাদ হোসাইন, পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য হিরন জয় ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি এম এম জাহাঙ্গীর আলম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আনিসুজ্জামান ডালিম, গুইমারা থানার এসআই মোঃ জহিরুল ইসলাম, মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সহ নির্বাচিত জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী, গনমাধ্যমকর্মী ও সামরিক-বেসামরিক বিভিন্ন পদস্থ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।