কথা দিয়ে কথা রেখেছেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর
॥ দহেন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি ॥
মানুষ মানুষের জন্য। আর মানুষের বিপদ-সমস্যার সময় পাশে থেকে সহযোগিতা করাই মানুষের ধর্ম। মানুষকে ভালোবাসার মাঝেই আনন্দ খুঁজে পাওয়া যায়। এরকম স্বপ্ন যিনি মনে লালন করেন, সেই রকমই একজন হলেন খাগড়াছড়ির পুলিশ সুপার (এসপি) মুক্তা ধর, পিপিএম (বার)। তিনি খাগড়াছড়িতে নিযুক্ত হওয়ার বেশিদিন হয়নি, কিন্তু জেলার বিভিন্ন সমস্যা সমাধানের তিনি সর্বদা চেষ্টা করেছেন, তা অব্যাহত রেখেছেন।
এমনই মানবতার নিদর্শন নিয়ে সোমবার (২৯জানুয়ারি) দুপুর দুইটায় খাগড়াছড়ি শহরের গোলাবাড়ি ইউনিয়নের উত্তর গঞ্জ পাড়া এলাকার এক অসহায় নারীকে পূর্বে প্রতিশ্রুতি অনুযায়ী কানের মেশিন উপহার দিয়েছেন এসপি মুক্তা ধর। এর আগেও তিনি রাতে খুঁজে খুঁজে শীতার্ত মানুষের মধ্যে ঘুরে ঘুরে কম্বল বিতরণ করেছেন তিনি। এর মধ্যে সন্ত্রাস, চোর, ডাকাত, মাদক নিমূলে অনন্য এক নজির গড়েছেন তিনি।
এমনই উদ্যোগের অংশ হিসেবে সোমবার (২৯জানুয়ারি) খাগড়াছড়ি জেলা শহরের শাপলা চত্ত্বর সংলগ্ন মুক্তমঞ্চে গঞ্জ পাড়া এলাকার রহিমা বেগম (৬০) নামে ওই নারীর হাতে কানের মেশিন তুলে দেন এসপি মুক্তা ধর।
এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) মোঃ জসিম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তফিকুল আলম, খাগড়াছড়ি ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুজ্জামান, খাগড়াছড়ি সদর মডেল থানার অফিসার-ইনচার্জ (ওসি) মোঃ তানভীর হাসান সহ পুলিশ কর্মকর্তা ও স্থানীয়রা।
জেলা পুলিশের ব্যবস্থাপনায় পুনাকের অর্থায়নে এ মেশিন উপহার দেওয়া হয়েছে। যাতে ওই নারী ভিক্ষা না করে তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন।
সুবিধাভোগী ওই বৃদ্ধা নারী রহিমা বেগম কানের মেশিন পেয়ে আবেগ আপ্লুত হয়ে জানান, আমার এ খুশি প্রকাশ করার মতো নয়। সারা জীবন আমি এসপি স্যারের জন্য দোয়া করবো। দোয়া করি তার মতো প্রতি জেলায় এরকমের অফিসার জন্ম নেয়। এরকম মানবিক স্যারের জন্য দু-হাত ভরে দোয়া করি।
পুলিশ সুপার মুক্তা ধর জানান, পুলিশ জনগণ নিয়ে কাজ করে, পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি অনেক মানবিক কাজ করে থাকে, অতীতেও করেছে, যা হয়তো এখন আরও বেশি দৃশ্যমান। আমরা জনগণের খুব পাশে যেতে চাই। সেই ধারাবাহিকতায় জেলা পুলিশের পুনাকের নিজস্ব অর্থায়নে দরিদ্র অসহায় ওই নারীকে কানের মেশিন উপহার দেওয়া হয়েছে। আমরা মানুষের জন্য ব্যতিক্রম কিছু করে যেতে চাই।
উল্লেখ্য, গত রবিবার (১৭ডিসেম্বর ২০২৩খ্রি.) সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প করার সময় অনেক মহিলার সমস্যাদের মধ্যে উল্লেখিত মহিলাটি কানের সমস্যায় ছিলো। পরে জানা যায়, মহিলাটি কানে শুনতে পায় না। তখন এসপি মুক্তা ধর কথা দিয়েছিলেন, ওই মহিলাকে তিনি কানের মেশিন উপহার দিবেন। যেমন কথা তেমন কাজ। প্রতিশ্রুতি থেকে তিনি সোমবার (২৯জানুয়ারি) বিকালে কানে শুনতে না পাওয়া মহিলাটিকে কানের মেশিন উপহার হিসেবে তুলে দেওয়া হয়।