প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে পার্বত্য প্রতিমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
॥ দহেন বিকাশ ত্রিপুরা ॥
প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে তিনি গণভবনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন।
সাক্ষাতকালে প্রধানমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরাকে পার্বত্যবাসীর কল্যাণে কাজ করতে নানা পরামর্শ দেন এবং গুরুত্বপূর্ণ সমস্যাগুলো অগ্রাাধিকার ভিত্তিতে সমাধানের জন্য আশ্বাস দেন।
এসময় পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রধানমন্ত্রীকে খাগড়াছিড়বাসীর পক্ষ হতে শুভেচ্ছা জানান। এসময় তিনি তার উপর আস্থা রেখে খাগড়াছিড় ২৯৮ আসনের জনগণের সেবক হতে নৌকার মনোনয়ন এবং পরবর্তীতে মন্ত্রিসভায় স্থান দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়াও তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালন ও পার্বত্যবাসী তথা খাগড়াছিড়র উন্নয়নের জন্য প্রধানমন্ত্রীর কাছে সহযোগিতা কামনা করেন।