[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
গণমাধ্যম শক্তিশালী একটি মাধ্যম রাজস্থলীতে সেনা কর্মকতার মতবিনিময়খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শ্রীকৃষ্ণের জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে পালিতকাপ্তাই উপজেলার রাইখালীতে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধনরামগড়ে ওয়াদুদ ভুইয়া ফাউন্ডেশন কর্তৃক মসজিদে আর্থিক সহায়তা প্রদানকাপ্তাই পিতার অভিযোগে বাল্যবিবাহ বন্ধ মুচলেখা সহ জরিমানা দিলেন ‘মা’আওয়ামী সরকারের আমলে উন্নয়নের নামে পার্বত্য চট্টগ্রামে লুটপাট হয়েছে: দীপন তালুকদাররাজস্থলীতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মদিন পালনবিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি ও দখল বাণিজ্যের সুযোগ নেই: জাবেদ রেজাজাতীয়তাবাদী দলে দালাল, ভুঁইফোড় কিংবা সুবিধাবাদী দোসরদের ঠাঁই দেয়া যাবে নাশান্তি ও উন্নয়নে রাজস্থলীকে রোল মডেল হিসেবে গড়ে তোলা হবে:ক্যাম্প কমান্ডার
[/vc_column_text][/vc_column][/vc_row]

পাহাড়ে শিক্ষার মানোন্নয়নে খাগড়াছড়িতে ভিবিডির শিক্ষা সামগ্রী বিতরণ

১০০

॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥

পাহাড়ে শিক্ষার মান উন্নয়নে’র লক্ষ্যে ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) খাগড়াছড়ি জেলায় “পাহাড়ে শিক্ষার আলো” নামক একটি ইভেন্ট সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি) খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নে দুর্গম এলাকায (মায়ুং কপাল/হাতিমাথা) কাপতলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণকালে ভিবিডির জেলা সহ-সভাপতি প্রবন চাকমা বলেন, শিক্ষা সামগ্রী পেয়ে শিক্ষার্থীরা অনেক খুশি। কারণ যেখানে তাদের একটা খাতা আর একটা কলম কেনার জন্য পাহাড় থেকে ঝিরি-ছড়া পেরিয়ে প্রায় দেড় থেকে দুই ঘন্টা হেতে আসতে হয়। শিক্ষা সামগ্রী গুলো পেয়ে সকলে আনন্দিত হন। ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) খাগড়াছড়ি জেলার পক্ষ থেকে সকল শিক্ষার্থীদের প্রতি শুভকামনা ও ভালোবাসা রইলো। তারা যেন পাহাড়ে শিক্ষার আলো ছড়িয়ে তাদের মূল লক্ষ্যে পৌঁছাতে পারে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকবৃন্দ, পাড়ার কার্বারী, ভিবিডি খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি প্রবন চাকমা, সাধারণ সম্পাদক বিনয় দত্ত, ট্রেজারার সাচিংমং মারমা ও এইচআরও নেউ মগিনী।