কাপ্তাইয়ে ১০ আর ই ব্যাটালিয়ন কতৃক শীতবস্ত্র বিতরণ
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন কাপ্তাইয়ের ১০ আর ই সেনা ব্যাটালিয়ন কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার সকালে কাপ্তাই ইউনিয়নের কৌশল্যা ঘোনা এলাকায় অসহায় দারিদ্র্যের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন, ১০ আর ই ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ সোহেল, পিএসসি।
এসময় তিনি জানান, সেনাপ্রধানের দিন নিদের্শনায় দায়িত্বপূর্ণ এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ভবিষ্যতে সুবিধা বঞ্চিত মানুষের জন্য সহায়তা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।