দূর্গম পাহাড়ী এলাকায় বিওপি‘র মাধ্যমে ৫৪বিজিবি‘র শীতবস্ত্র বিতরণ
॥ মোঃ সোহেল রানা, দীঘিনালা ॥
খাগড়াছড়ি সেক্টরের বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) কতৃক দূর্গম পাহাড়ী জইপুপাড়া ক্যাম্প এলাকায় শীতার্ত পরিবারের মাঝে বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ করা করেছে।
মঙ্গলবার সকালে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় সাজেক ইউনিয়নের দূর্গম সীমান্তে জপুইপাড়া এলাকার হতদরিদ্র পাহাড়ী পরিবারের মাঝে অর্ধশত কম্বল এবং নারী-পুরুষ ও শিশুদের মাঝে শতাধিক শীতের পোষাক বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসি‘র নির্দেশনায় জপুইপাড়া বিওপি’র বিওপি জুনিয়র কমান্ডার সুবেদার মোঃ গোলাম আম্বিয়া এসব শীতবস্ত্র বিতরণ করেন। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিওপি’র অন্যান্য পদবীর সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
৫৪ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আসাদুজ্জামান পিএসসি‘র বলেন, শীতে দূর্গম এলাকায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন অব্যহত থাকবে। এবং বিওপি ক্যাম্পের মাধ্যমে পর্যায়ক্রমে প্রতিটি দূর্গম এলাকায় শীতবস্ত্র বিতরন করা হবে।
প্রচন্ড শীতে দূর্গম পাহাড়ী এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক শীত বস্ত্র পেয়ে কৃতজ্ঞতা জানান উপকার ভোগীরা।