[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতারইসরাইল কর্তৃক ফিলিস্থিনে গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে ওয়ার্ল্ড পীস্’র মানববন্ধনঢাকা রমনা লেকে ফুল ভাসিয়ে ফুলবিঝু উৎসব পালন করলেন পার্বত্য উপদেষ্টাখাগড়াছড়ির দীঘিনালায় ফুল বিঝু‘র র‌্যালী ও মাইনী নদীতে ফুল দিয়ে গঙ্গাদেবীকে পূজাবাঘাইছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও কাচালং নদীতে ফুল ভাসিয়ে বিঝু শুরুপাহাড়ের বিঝু মেলাতে পাঁজন তরকারি খুবই জনপ্রিয়দক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ কো-অপারেটিভ ‘মৌচাকের’ ৩০ তম সাধারণ সভা অনুষ্ঠিতবান্দরবানের আলীকদমে মাতামুহুরী ও তৈন খালে ফুল ভাসিয়ে বিষু-বিজু উৎসব শুরুবান্দরবানে গত তিন মাসে অপহৃত হয়েছে ৪৯জন, আতঙ্কে স্থানীয়রাপাহাড়ের সময় অনলাইন পোর্টাল আগামী ৭২-৯৬ ঘন্টা বন্ধ থাকবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ে হুমকির মুখে বন্যপ্রাণী: লোকালয়ে বন্যহাতি ও বানরের তান্ডব

৭৪

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

রাঙ্গামাটির কাপ্তাইয়ে বন্যপ্রাণী হুমকির মুখে।লোকলয়ে বন্যহাতি ও বানরের তান্ডবে অতিষ্ঠ এলাকাবাসী।রাঙ্গামাটি দক্ষিণ বন বিভাগের বিভিন্ন প্রজাতির বন্যপ্রাণী নানা কারনে বহু আগে বিলুপ্ত হয়ে গেছে। অবশিষ্ট যে সকল বন্যপ্রাণী আছে বর্তমানে তাও হুমকির মুখে রয়েছে। অভিজ্ঞ মহল ও নেটিজনরা জানান বনের মধ্যে পযাপ্ত পরিমানে খাদ্য, বৃক্ষ নিধন, বনের মধ্যে নির্বিচারে আগুন ও বসত বাড়ি করার ফলে দিন দিন জীববৈচিত্র হুমকির মুখে পড়েছে।

নানা কারনে বন্যপ্রাণী বন হতে বিলুপ্ত হতে চলছে। বনের মধ্যে খাদ্য সংকট দেখা দেয়ার ফলে বন্যহাতি কাপ্তাইয়ের বিভিন্ন লোকালয়ে এসে মানুষ হতাহত করা ছাড়াও বাসা-বাড়ি তান্ডব লিলা চায়িয়ে যাচ্ছে। এর পাশা পাশি তান্ডব লিলা চালাচ্ছে বানর। বানর লোকালয়ে এসে মানুষের কৃষি ফসল সাবার করে ফেলছে। শিম, পেঁপে, আতাফল, পেয়ারা, কলা সহ বিভিন্ন রোপনকৃত ফল খেয়ে নষ্ট করছে।

রেঞ্জ এলাকার গৃহিণী হালিমা জানান, বানরের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছি। কিছুক্ষণ পর পর বানর এসে সকল রোপায়িত ফল মূল নষ্ট করে ফেলছে। কাপ্তাই রেঞ্জ এলাকার আলম জানান, ঘরের টিন বানর যাতায়াত করতে করতে সব নষ্ট করে ফেলেছে। এলাকার লোকজন জানান একদিকে বন্যহাতির তান্ডব অন্যদিকে বানর অতিষ্ঠ করে সকল ফল,মুল সাবার করছে। বন্যপ্রাণী বনে না থেকে লোকলয়ে এতে আতংক ছড়াচ্ছে।

কাপ্তাই বন রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান জানান, বন্যপ্রাণী হল আমাদের বনজ সম্পদ। আমাদের ঐতিহ্য। এরা বন হতে লোকালয়ে আসছে খাদ্য সংকটের ফলে। বনের মধ্যে পযাপ্ত খাবার না থাকার ফলে লোকালয়ে আসছে। তাই বলে বন্যপ্রাণীকে হত্যা করা, অতিষ্ঠ করা বা আহত করা যাবেনা। বন্যপ্রাণী দ্বারা কোন মানুষ হত্যা-আহত হওয়া বা কোন ধরনের ঘর-বাড়ি বিনষ্ট হলে সরকার তা পুষিয়ে দেয়ার বিধান রয়েছে। তিনি আরোও জানান, হাতি লোকালয়ে আসার ফলে চলতি মাসে মাইকিং করে সাধারন লোকজনকে সর্তক করা হয়েছে।