মানিকছড়িতে ১৩ বছর পালিয়ে থাকা সাজা প্রাপ্ত আসামী গ্রেফতার
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
মানিকছড়ি উপজেলার তিনটহরী এলাকা থেকে ১৩ বছর পালিয়ে থাকা মো. ইউসুফ (৩৭) নামের এক পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবগত রাত ১টার দিকে তথ্য প্রযুক্তির সাহায্যে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১১ সালে বন আইনের ১৯২৭ ধারায় আদালতে করা একটি মামলায় এক বছরের সশ্রম কারাদন্ড এবং ২ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দেয় আদালত। আদালতের রায়ের পর থেকে তিনি একাধিকবার স্থান পরিবর্তন করায় প্রায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অবশেষে তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে এবং বিশ্বস্থ্য সোর্সের মাধ্যমে শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার তিনটহরীর নিজ বসতঘরে তার অবস্থান নিশ্চিত করে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মানিকছড়ি থানাও ওসি মোহাম্মদ ইকবাল উদ্দিন জানান, ১৩ বছর পালিয়ে থাকা পরোয়ানাভূক্ত আসামীকে গ্রেফতার পূর্বক দুপুরে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।