কাপ্তাই লেকে মাছ শিকার করতে এসে লেকে ডুবে মাছ শিকারীর মৃত্যু
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
চট্টগ্রাম চকবাজার হতে কাপ্তাই লেকে বড়শী দিয়ে মাছ শিকার করতে এসে মাছ শিকারীর মৃত্য হয়েছে। শুক্রবার (১৯জানুয়ারী) সকাল ১১টায় চট্টগ্রামস্থ চকবাজার পাঁচলাইশ হতে কাপ্তাই লেকে মাছ শিকার করতে এসে মোঃ বাপ্পি (৩২) নামে মাছ শিকারীর লেকের পানিতে ডুবে মৃত্য হয়েছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ এ বিষয়ে নিশ্চিত করে।
নিহত বাপ্পির পিতা, মৃত্য শওকত আকবর সে চট্টগ্রাম, চকবাজার পাঁচলাইশে বসবাস করে। জানা যায় কাপ্তাই ৪নং ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ফিসারিঘাট নামক এলাকায় কাপ্তাই লেকের পানিতে হঠ্যাৎ পড়ে মৃত্য হয়। পরে এলাকার লোকজন স্থানীয় ইউপি চেয়ারম্যানকে খবর দেয়।
ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ পুলিশ ও ডুবুরী দলকে খবর দেয়। পরে নৌবাহিনী ডুবুরীদল এসে লেক হতে মৃত্য অবস্থায় উদ্বার করে। কাপ্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহিনুর রহমান জানান বিস্তারিত খোঁজ খবর নিয়ে লাশ ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হবে।