স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বঙ্গবন্ধুর প্রতি রাঙ্গামাটি সেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা নিবেদন
॥ দেবদত্ত মুৎসুদ্দী গোপাল ॥
ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবকলীগ রাঙ্গামাটি জেলা-সদর ও শহর শাখা। বুধবার (১০জানুয়ারী) সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মোঃ শাওয়াল উদ্দিন, সভাপতি, মোঃ শাহাজাহান, সাধারণ সম্পাদক, মোঃ ফজলুল করিম, সাংগঠনিক সম্পাদক, সেচ্ছাসেবকলীগ রাঙ্গামাটি জেলা। আবুল কাশেম, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত), দেবদত্ত মুৎসুদ্দী, যুগ্ম সাধারণ সম্পাদক, মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক, সদর উপজেলা শাখা সেচ্ছাসেবকলীগ ও মোঃ ফরিদ উদ্দিন, আহ্বায়ক, দেবাশীষ পালিত রাজা, সদস্য সচিব, সেচ্ছাসেবকলীগ শহর শাখা এছাড়াও মোঃ দাদন, মোঃ আবু তৈয়ব, মোঃ নজরুল সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের নয় মাস বঙ্গবন্ধুকে থাকতে হয় পাকিস্তানের কারাগারের নির্জন প্রকোষ্ঠে। এ সময় প্রতিমুহূর্তে মৃত্যুর প্রহর গুনতে হয় মহান নেতাকে। ২৯০ দিন পাকিস্তানের কারাগারে মৃত্যুযন্ত্রণা শেষে লন্ডন-দিল্লী হয়ে মুক্ত স্বাধীন স্বদেশের মাটিতে ফেরেন ১৯৭২ সালে ১০ জানুয়ারী। এই দিন বঙ্গবন্ধুর আগমন দীর্ঘ সংগ্রাম, ত্যাগ-তিতিক্ষা, আন্দোলন ও আত্মত্যাগের মাধ্যমে নয় মাসের মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের পর বিধ্বস্ত বাংলাদেশকে সামনে এগিয়ে নেয়ার পথ চলা শুরু হয়। তাঁর আগমনের দিনটি এখনও অনেকের মনে গভীর আনন্দের স্মৃতি হয়ে আছে।