দ্বাদশ জাতীয় সংসদন নির্বাচনে দীপংকর তালুকদারের বিপুল ভোটে জয়
পার্বত্যবাসী সহ স্থানীয় প্রশাসন এবং আইনশৃংখলাবাহিনীর কাছে কৃতজ্ঞতা প্রকাশ
॥ নিজস্ব প্রতিবেদক ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসন রাঙ্গামাটিতে বিপুল ভোটে বিজয়ী করার জন্য জেলাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দীপংকর তালুকদার। সেই সাথে তিনি সুষ্টু নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন, স্থানীয় প্রশাসন, আইনশৃংখলাবাহিনীর সকলের প্রতিও কৃতজ্ঞ বলে জানিয়েছেন। নির্বাচনী ফলাফল ঘোষণার পর সোমবার (৮জানুয়ারী) চম্পকনগরস্থ তাঁর বাসভবন দীপালয়ে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সহ বিভিন্ন সংগঠন থেকে তাঁকে ফুলের শুভেচ্ছা জানাতে আসলে তিনি এ কৃতজ্ঞাতা প্রকাশ করেন।
দেখা যায়, নির্বাচনে বিজয়ী হওয়ার পর তাঁর বাসভবনে দিন্যব্যাপী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাঁকে শুভেচ্ছা জানাতে জড়ো হতে থাকেন। রাঙ্গামাটি সদর সহ বিভিন্ন উপজেলার সাধারণ মানুষ ও দলীয় নেতৃবৃন্দরা ফুলে ফুলে তাঁর বাসভবনের অফিসকক্ষ ভরিয়ে তোলে। এসময় দীপংকর তালুকদার বলেন এটি গনমানুষেরই বিজয়। যারা উন্নয়ন এবং মানুষের স্বাধীনতা হনন করার আপ্রান চেষ্টা চালিয়েছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ারই বিজয়।
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল কিছুর উর্দ্বে থেকেও উন্নয়ন করে যাচ্ছেন। প্রত্যেক খাতের উন্নয়নে কোন কৃপনতা রাখেন নি। রাঙ্গামাটিতে সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান করেছেন। অনেকে বাঁধা দিয়েছেন কোন কাজ হয়নি। যারা মানুষের অধিকার হনন করছেন, করার চেষ্টা চালাচ্ছেন, করে যাচ্ছেন কোন লাভ নেই। বিশ্বের দরবারে বাংলাদেশের মানুষের মান বাড়িয়েছেন তিনি হলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এটাই প্রমান করেছেন দলীয় সরকারের মাধ্যমে নিরেপক্ষ নির্বাচন হয়। নির্বাচনে আওয়ামীলীগের সকল স্তরের নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞ বলেও উল্লেখ করেন। এছাড়াও অন্যান্য রাজনৈতিক দলের প্রত্যেকের কাছে তিনি আগামীতেও সহযোগীতার হাত বাড়ানো প্রত্যাশা করেন।
এদিকে তাঁকে শুভেচ্ছা জানাতে আসা বিভিন্ন স্তরের মানুষ আবেদন জানিয়েছেন, যারা মানুষ পুড়িয়ে মেরেছে, নির্যাতন নিপীড়ণ চালিয়েছে সরকারি বেসরকারি সম্পদ পুড়িয়েছে তাদের যেন কোন ছাড় না হয়। জনগনের টাকায় অর্জিত ক্ষতিগ্রস্ত সকল সম্পদের কড়ায় গন্ডায় হিসাব বুজে নিতে হবে। যারা দেশের উন্নয়নের টাকা বিদেশে পাচার করেছে তাদের বিচার সহ জনগনের টাকা ফেরত নিতে হবে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে মানুষের জানমালের নিরাপত্তা সহ খাদ্যদ্রব্যের দাম কমাতে হবে। নারী নির্যাতন, ধর্ষণ সহ অন্যের সম্মদ হননকারীদের বিরুদ্ধে কঠোর হতে হবে। নির্বাচনের পর গত দুদিন ধরে দীপংকর তালুকদারকে সর্বস্তরের মানুষের শুভেচ্ছা অব্যাহত রয়েছে।