দীপংকর তালুকদারকে শুভেচ্ছা জানিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ ও ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইট সোসাইটি
॥ নিজস্ব প্রতিবেদক ॥
নব নির্বাচিত সংসদ সদস্য দীপংকর তালুকদারকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন হিন্দু, বৌদ্ধ, খ্রীস্টান ঐক্য পরিষদ এর জেলা কমিটির নেতৃবৃন্দ। সোমবার (৮জানুয়ারী) সকালে তাঁর বাসভবন দীপালয়ে গিয়ে এ শুভেচ্ছা জানান। এসময় দুটি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ, রাঙ্গামাটি পার্বত্য জেলা এবং ওয়ার্ল্ড পীস্ এন্ড হিউম্যান রাইট সোসাইটি রাঙ্গামাটি পার্বত্য জেলার সভাপতি শিক্ষক অরূপ কুমার মুৎসুদ্দী এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলার সহ-সভাপতি ইন্দ্র দত্ত তালুকদার,স্বপন মল্লিক এর নেতৃত্বে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি জেলার সহ-সভাপতি লোমা লুসাই, যুগ্ম সম্পাদক কুশল চৌধুরী, সমীরণ বড়ুয়া অর্থ সম্পাদক মৃদুল ধর, সদস্য যথাক্রমে শান্তি ময় চাকমা, মানবিকা চাকমা এছাড়া হিউম্যান রাইট সোসাইটি রাঙ্গামাটি জেলার উপদেষ্টা মোঃ সিরাজুল ইসলাম যুগ্ম সম্পাদক স্বরূপ মুৎসুদ্দী, সাংগঠনিক সম্পাদক মনু মুরমু, প্রচার সম্পাদক মোঃ তসলিম উদ্দিন সদস্য যথাক্রমে কাজল কান্তি দে, দীপক দে, উপদেষ্টা রবীন্দ্রনাথ মাস্টার মহিলা সম্পাদিকা পান্না বিশ্বাস সহ অপরাপর ৫০ জন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বলে সোমবার সংগঠনদ্বয়ের সভাপতির প্রেরিত এক প্রেস বিঞ্জপ্তিতে জানানো হয়।