[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

ভোট ছিল শান্তিপূর্ণ: কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি

তিন পার্বত্য জেলায় বিশাল ব্যবধানে আওয়ামীলীগের জয়

৯৩
মোঃ আরিফুর রহমান
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিন পার্বত্য জেলার ২৯৮, ২৯৯ ও ৩০০নং আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থীরা বিশাল ব্যবধানে জয় লাভ করেছেন।

 

২৯৯নং রাঙ্গামাটি আসনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী দীপংকর তালুকদার নৌকা প্রতীকে বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন। রবিবার রাতে রিটার্নিং অফিসারের ফলাফল ও পরিবেশন কেন্দ্র জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাঙ্গামাটি জেলা রিটার্নিং কর্মকর্তা ও  জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান এ ফলাফল ঘোষণা করেন। জেলার মোট ২১৩টি ভোটকেন্দ্রের ফলাফল অনুযায়ী বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীকে দীপংকর তালুকদার ২ লক্ষ ৭১ হাজার ৩৭৩টি ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট অমর কুমার দে ছড়ি প্রতীকে ৪ হাজার ৯ শত ৬৫টি ভোট ও তৃণমূল বিএনপির মোঃ মিজানুর রহমান সোনালী আঁশ প্রতীকে ২হাজার ৬শত ৯৩টি ভোট পেয়েছেন। পঞ্চম বারের মত এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।

 

২৯৮নং খাগড়াছড়ি আসনে বেসরকারি ফলাফলে হ্যাটট্রিক জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা। তিনি ২ লক্ষ ২০ হাজার ৮১৬ ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা লাঙ্গল প্রতীকের ১০ হাজার ৯’শ ৩৮ভোট পেয়েছেন। রবিবার রাতে খাগড়াছড়ির রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মোঃ সহিদুজ্জামান তার কার্যালয়ে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনে মোট ৪৯.৯৮ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন তিনি।

 

৩০০নং বান্দরবান আসনে সপ্তমবারের মত সংসদ সদস্য হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। রবিবার রাত পৌনে ১০টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহ মোজাহিদ উদ্দিন বেসরকারি ফলাফল ঘোষণা ঘোষণা করেন। ফলাফল অনুযায়ী, বীর বাহাদুর পেয়েছেন ১ লক্ষ ৭২ হাজার ৬৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির প্রার্থী এ টি এম শহীদুল ইসলাম পেয়েছেন ১০ হাজার ৩৬১ ভোট। জেলার মোট ভোটার ছিল ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। এর মধ্যে ভোট পড়েছে ৬৩.৫৪ শতাংশ।

 

রবিবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ৪টা পর্যন্ত ভোটগ্রহণ ছিল শান্তিপূর্ণ। ভোটগ্রহণের সময় তিন পার্বত্য জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।