খাগড়াছড়িতে তৃতীয় বার নৌকার প্রতীকে বিজয়ী কুজেন্দ্র লাল ত্রিপুরা
॥ খাগড়াছড়ি প্রতিনিধি ॥
খাগড়াছড়ি ২৯৮ নং সংসদীয় আসনে তৃতীয় বারের মতো বিপুল ভোটে পুনরায় বিজয়ী নির্বাচিত আওয়ামী লীগের মনোনীত প্রার্থী (বর্তমান এমপি) কুজেন্দ্র লাল ত্রিপুরা। তার নিকটতম প্রার্থী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা লাঙ্গল প্রতীকে পেয়েছে ১০হাজার ৯শ ৩৮ ভোট।
রবিার (৭ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয় সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন খাগড়াছড়ি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোঃ সহিদ্দুজ্জামান।
রিটানিং কর্মকর্তা জানান, খাগড়াছড়িতে মোট ভোটার ৫লক্ষ ১৫হাজার ৪১৯জন। ভোট কেন্দ্র ১৯৬ টি। বৈধ ভোটের সংখ্যা ২লক্ষ ৪৯হাজার ৭শ ৯৬ ভোট। বাতিলকৃত ভোট ৭ হাজার ৮শ ৫৮ ভোট, সর্বমোট প্রদত্ত ভোটের সংখ্যা ২লক্ষ ৫৭হাজার ৬শ ৫৪ ভোট। ভোট প্রধানের শতকরা হার ৪৯.৯৯%।
ভোটের ফলাফলে- আওয়ামী লীগ প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা নৌকা প্রতীকে ২লক্ষ ২০হাজার ৮শ১৬ ভোট। নিকটতম প্রার্থী জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মিথিলা রোয়াজা লাঙ্গল প্রতীকে ১০হাজার ৯শ ৩৮ ভোট। অন্যদিকে তৃণমূল বিএনপির মনোনীত প্রার্থী উশ্যেপ্রু মারমা সেনালী আঁশ প্রতীকে ৯হাজার ৫শ ২৬ ভোট এবং ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত প্রার্থী মোঃ মোস্তফা আম প্রতীকে পেয়েছে ৮হাজার ৪শ ৫৬ ভোট।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জুনায়েদ কবীর সোহাগ, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।