মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউপি সচিব সুমন আর নেই
॥ মানিকছড়ি উপজেলা প্রতিনিধি ॥
মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়ন পরিষদের সচিব মোঃ সুমন (৩৫) আর নেই। গত শনিবার (৬জানুয়ারী) সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন তিনি (ইন্নালিল্লাহী ওয়াইন্না ইলাহী রাজিউন)।
জানা গেছে, শনিবার সকালে হঠাৎ তিনি বুকে ব্যাথা অনুভব করলে নিজেই মোটরসাইকেল চালিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। চিকিৎসকের পর্যবেক্ষণে থাকাকালীন সময়ে তার মৃত্যু হয়। গত ৩ মাস পূর্বে পিতার মৃত্যুর পর পরিবারের একমাত্র অভিভাবক ছিলেন তিনি।
হঠাৎ হাস্যোজ্জ্বল, দায়িত্বশীল, কর্মঠ, সংস্কৃতিমনা ও ক্রীড়ামোদী এই যুবকের মৃত্যুতে উপজেলার সর্বত্র শোকের ছায়া নেমে আসে। শোকাহত পরিবারে সমবেদনা জানাতে ছুটে আসে উপপরিচালক (স্থানীয় সরকার শাখা) নাজমুন আরা সুলতানাসহ স্থানীয় জনপ্রতিনিধি, জেলার বিভিন্ন ইউপি সচিবের দায়িত্বে থাকা সচিব ও তার শুভাকাঙ্ক্ষী।
তিনি উপজেলা নন গেজেট কর্মচারী ক্লাবের দপ্তর সম্পাদক ও স্থানীয় আদর্শ যুব সংঘ’র সভাপতির দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে, এক ভাই, দুই বোন, স্ত্রী ও এক কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।