নানিয়ারচরে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
বর্ণাঢ্য আয়োজনে রাঙ্গামাটির নানিয়ারচরে ছাত্রলীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভার আয়োজন করেছে নানিয়ারচর উপজেলা ছাত্রলীগ।
উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ কর্মকার এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ত্রিদিব কান্তি দাশ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক মৃধা, সাংগঠনিক সম্পাদক জনতা শেখর চাকমা, উপজেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক উৎপল দাশ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ত্রিদিব কান্তি দাশ বলেন, ছাত্রলীগ একটি ঐতিহ্যবাহী বৃহত্তর ছাত্র সংগঠন। ছাত্রলীগ। বাংলাদেশে যা-কিছু অর্জন এবং সাফল্য রয়েছে ছাত্রলীগের ভূমিকা তারমধ্য অন্যতম। ছাত্রলীগ পারেনা এমন কোন কাজ নেই। আগামী ৭তারিখ অনুষ্ঠিততব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আমাদের জন্য চ্যালেঞ্জিং একটা নির্বাচন। এ নির্বাচনে ছাত্রলীগের ভূমিকা থাকতে হবে। এদিন সকলকে ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী সমাপ্তি ঘোষণা করেন নেতাকর্মীরা।