[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

কাপ্তাইয়ের নির্বাচনের প্রস্ততি সম্পন্ন: ২২ ভোটকেন্দ্রের দায়িত্বে ৪১৭কর্মকর্তা

১০৮

॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥

আগামীকাল শুক্রবার সকাল ৮টায় শেষ হচ্ছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা। এরপর আগামী রবিবার নিজের পছন্দের প্রার্থীকে জেতাতে ভোটকেন্দ্রে ছুটবেন ভোটাররা। তাদের নিরাপত্তায় পুলিশ-প্রশাসনের পাশাপাশি মাঠে থাকবে সেনাবাহিনী, বিজিবি, গোয়েন্দা টিম, স্ট্রাইকিং ফোর্স সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে রাঙ্গামাটির কাপ্তাইয়ের ২২টি ভোটকেন্দ্রে কাজ করবেন ৪১৭জন কর্মকর্তা। ইতোমধ্যে শেষ হয়েছে সকল প্রস্তুতি, প্রশিক্ষণও দেওয়া হয়েছে এসব কর্মকর্তাদের।

কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার তানিয়া আক্তার বলেন, আগের সব নির্বাচনে কাপ্তাই উপজেলার পাঁচ ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ছিল ১৮টি। তবে এবার বেড়েছে নতুন করে আরও চারটি ভোটকেন্দ্রে। প্রস্তুত করা হয়েছে সব আয়োজন। সবকিছু ঠিক থাকলে এসব কেন্দ্রে ভোট হবে উৎসবমূখর পরিবেশে।

চূড়ান্ত তালিকায় বাড়ানো চার কেন্দ্র হল- রাইখালী ইউনিয়নের রিফিউজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওয়াগ্গা ইউনিয়নের মুরালীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিলছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

নিরাপত্তা ব্যবস্থা যেমন হবে পাহাড়ে:

আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী দীপংকর তালুকদারের শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকায় আশা করা হচ্ছে এবারের নির্বাচনে প্রার্থীদের মধ্যে সংঘাত-সহিংসতার ঘটনা ঘটবে না। এদিকে পরিস্থিতি যেমনই হোক, ভোটারদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিয়েছে নির্বাচন কমিশন। কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। গত কয়েকদিন ধরে ‘গুরুত্বপূর্ণ’ সব এলাকায় অতিরিক্ত পুলিশের টহল চোখে পড়েছে।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম ও চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনছারুল হক বলেন, প্রতিটি এলাকাকেই অতিরিক্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। নির্বাচনের তফসিল ঘোষণার পর হতে থানা পুলিশ এর সদস্যরা মাঠে কাজ করছে। ইতিমধ্যে উপজেলার কোন জায়গায় কোন সহিংসতার ঘটনা ঘটে নাই। সবকিছু এখন পর্যন্ত আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ মহিউদ্দিন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করতে উপজেলার মোট ২২টি ভোটকেন্দ্রে কাজ করবেন ৪১৭ জন ভোটগ্রহণ কর্মকর্তা। ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি শেষ হয়েছে। প্রশিক্ষণও দেওয়া হয়েছে এসব কর্মকর্তাদের।

নির্বাচন কমিশনের সূত্র বলছে, দ্বাদশ সংসদ নির্বাচনে কাপ্তাইয়ের ২২টি ভোটকেন্দ্রে কাজ করবেন ২৪ জন প্রিজাইডিং কর্মকর্তা। তাদের সহযোগিতা করবেন ১৩১জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা। ভোটারদের সহযোগিতায় থাকবেন ২৬২জন পোলিং অফিসার।

নতুন করে বেড়েছে ২ হাজার ৮৪৯ ভোটার:

কাপ্তাই উপজেলা নির্বাচন কার্যালয়ের সূত্র বলছে, চুড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী কাপ্তাইয়ে মোট ভোটার রয়েছেন ৪৮ হাজার ৮৭৫ জন। যা একাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে ২ হাজার ৮৪৯ জন বেশি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাপ্তাইয়ে মোট ভোটার ছিল ৪৬ হাজার ২৬ জন। তার মধ্যে কাপ্তাইয়ে মোট ৪৮ হাজার ৮৭৫ জন ভোটারের মধ্যে পুরুষ ভোটার ২৫ হাজার ৬৯৪ জন এবং মহিলা ভোটার ২৩ হাজার ১৮১ জন।