[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
[/vc_column_text][/vc_column][/vc_row]

লংগদুতে চিকিৎসা সেবায় ইবনেসিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার

২৮১

॥ মোঃ আলমগীর হোসেন, লংগদু ॥

দুর্গম এলাকার সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রায় ৪০বছর যাবৎ দরিদ্র জনগোষ্ঠীর মাঝে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে ইবনেসিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদু (সাবেক রাবেতা হাসপাতাল)।

রাঙ্গামাটির লংগদু উপজেলায় প্রায় ৪০ বছর আগে এ হাসপাতালটি রাবেতা হাসপাতাল নামে প্রতিষ্ঠা করা হয়। এরপর থেকেই বিভিন্ন অপারেশনসহ অন্যান্য চিকিৎসার মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে আসছে প্রতিষ্ঠানটি। বর্তমানে হাসপাতালটিতে ইবনেসিনার হাত ধরে ব্লাড কালচার সহ নতুন নতুন সকল প্রকার প্যাথোলজিক্যাল টেষ্টের চিকিৎসা সামগ্রী সংযুক্ত করা হয়েছে।

যে সকল টেষ্ট করতে ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন বিভাগীয় শহরে যেতে হতো সেসকল সুবিধা এখন থেকে ইবনেসিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদুতে পাওয়া যাবে। এতে করে এলাকার মানুষের অতিরিক্ত অর্থ, হয়রানি সহ দুর্ভোগ লাগব হবে।

এছাড়াও খেটে খাওয়া মানুষের সুবিধার্থে এক্সে, আই ভি ইউ, সাইনোগ্রাম সহ সকল প্রকার পরীক্ষা নিরীক্ষা ২৫% মূল্যে ছাড়ের সুযোগ করে দেওয়া হয়েছে।

ইবনেসিনা হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লংগদু এর প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম বলেন, আমরা অত্র এলাকার খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে যে সব পরীক্ষাগুলো উপজেলা বা জেলা সদরে হয় না সেসব পরীক্ষা স্যাম্পল নিয়ে ঢাকা থেকে পরীক্ষা করিয়ে এনে রির্পোট দিবো এতে রোগীর অর্থনৈতিক সুবিধা এবং বিভিন্ন হয়রানি থেকে মুক্তি পাবে। আমাদের লক্ষ সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসা সেবা প্রদান করা।