পুলিশ কনস্টেবল শুরুজয়ের রাজকীয় বিদায়
॥ মোঃ ইসমাইল, পানছড়ি ॥
অবসরের বিষন্নতা কাটিয়ে ২৫বছরের কর্মজীবন শেষে রাজকীয় বিদায় সংবর্ধনা পেলেন, খাগড়াছড়ির পানছড়ি থানা পুলিশ কনস্টেবল শুরুজয় চাকমা। মঙ্গলবার এই পুলিশ কনস্টেবলের বিদায় সংবধর্নার আয়োজন করেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম।
এ সময় থানার পক্ষ থেকে ফুল দিয়ে সাজানো এক গাড়িতে করে কর্মস্থল থেকে নিজ বাড়ি ভাইবোনছড়ার মনিগ্রাম এলাকায় পৌঁছে দেয়া হয় শুরুজয় চাকমাকে।
এ বিষয়ে ওসি শফিউল আজম বলেন, একজন সহকর্মীকে এমন বিদায় জানাতে পেরে আমি আনন্দিত। কর্মজীবনের শেষ বেলাকে রাঙিয়ে তুলতে চেষ্টা করেছি। এই স্মৃতিটুকু বাকী জীবন চলার পথে আনন্দধারা হয়ে কাজ করবে। পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী একটু ভিন্ন ধাচের আয়োজন করতে পেরেছি, এটাই ভালোলাগা। আগামিতেও সবার বিদায় বেলায় সুখময় স্মৃতি হয়ে থাকার মতো এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।