দীপংকর তালুকদারকে বিজয়ী করার লক্ষ্যে নানিয়ারচরে উঠান বৈঠক
॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙ্গামাটির ২৯৯নং আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দীপংকর তালুকদারকে বিজয়ী করার লক্ষ্যে নানিয়ারচরে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলার বিহারপাড়া ও ইসলামপুর এলাকায় অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ত্রিদিব কান্তি দাশ।
এসময় রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগের উপদেষ্টা কমিটি সদস্য অরুণ চৌধুরি, অশ্বিনী কুমার দে, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাবুল কর্মকার, শাহজাহান মৃধা, ধর্মেশ খীসা, যুগ্ন সাধারণ সম্পাদক ফারুক মৃধা, অ্যাড. দর্শন চাকমা ঝন্টু, সদস্য রিপন তালুকদার, মধুসূদন দত্ত, উপজেলা যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্ত, সাধারণ সম্পাদক ঝিল্লোর মজুমদার, ইউপি সদস্য আব্দুস সালাম হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ কর্মকার, যুবলীগ নেতা কুদ্দুস রনি সহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ত্রিদিব কান্তি দাশ বলেন, শেখ হাসিনার সরকারের আমলে পার্বত্য অঞ্চলে ব্যাপক উন্নয়নের ছোঁয়া লেগেছে। এ উপজেলায় আনাচে-কানাচে রাস্তা-ঘাট, ব্রিজ কালভার্ট, স্কুল অবকাঠামো উন্নয়ন, মডেল মসজিদ, মন্দির, বিহার করে দেওয়া হয়েছে। যা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা এবং দীপংকর তালুকদার এর অবদানে। এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় প্রয়োজন। আগামী ৭তারিখ সকলেই ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে বিজয়ী করে জনগণের সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান জানান তিনি।