মানিকছড়িতে প্রদীপ প্রজ্জ্বলন ঘাতক-দালাল নির্মুল কমিটির
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
খাগড়াছড়ির পানছড়িতে ঠ্যাঙারে বাহিনী কর্তৃক বিপুল চাকমা, লিটন চাকমা, সুনীল ত্রিপুরা ও রহিন ত্রিপুরাসহ এযাবৎকাল পর্যন্ত আত্মবলিদানকারীদের স্মরণে এবং নববর্ষ-২০২৪ সালে পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে ভয়-ভীতিহীন মুক্ত পরিবেশ গড়ার প্রত্যয়ে প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠান করেছে পাহাড়ের ঘাতক-দালাল নির্মুল কমিটি মানিকছড়ি উপজেলা শাখা। রবিবার (৩১ ডিসেম্বর) সন্ধায় মানিকছড়ি উপজেলা সদরের খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের ধর্মঘর এলাকায় উক্ত প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
এসময়, গত ১১ ডিসেম্বর খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ ও অংগ সংগঠনের চার নেতাকে হত্যার তীব্র নিন্দা জানিয়ে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) মানিকছড়ি শাখার সাধারণ সম্পাদক অংসালা মারমা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়িদের উপর যুগ যুগ ধরে শাসক গোষ্ঠী নানা অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন চালিয়ে যাচ্ছে। তাছাড়া তাদের হত্যাকান্ডের মতো ঘটনাও অব্যহত রয়েছে। এ ধরণের ঘটনার আর যাতে পুনরাবৃত্তি না ঘটে সেজন্য সকলকে সামাজিক ও রাজনৈতিক আন্দোলন জোরদার করার আহবান জানান তিনি। সেই সাথে পাহাড়ে ঘাতক, দালাল, গুপ্তচরদের রুখে দিতে সোচ্চার থাকারও আহবান জানান এবং নতুন বছরে পার্বত্যবাসীর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ সহস্রাধিক মানুষ প্রদীপ প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।