বাঘাইছড়িতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজিবি মোতায়েন অব্যাহত রয়েছে
॥ ইব্রাহীম, বাঘাইছড়ি ॥
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় সারাদেশে ন্যায় বাঘাইছড়ি উপজেলার সাজেক ও বঙ্গলতলী ইউনিয়নে নিরাপত্তা টহল অব্যাহত রেখেছে বাঘাইহাট ব্যাটালিয়ন ৫৪ বিজিবি।
রবিবার (৩১ডিসেম্বর) তৃতীয় দিনে নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবিকে এলাকায় গুরুত্বপূর্ণ স্থানে পাহারা দিতে দেখা গেছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে সব নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
বিপুলসংখ্যক বিজিবি সদস্য আজ সকাল থেকে বাঘাইছড়ি উপজেলা সাজেক ইউনিয়ন বাঘাইহাট বিজিবি ক্যাম্পে অবস্থান করছে।
বিজিবি সদস্যগণ নির্বাচনী এলাকায় স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহল কার্যক্রম পরিচালনা করবেন বলে বর্ডার গার্ড বাংলাদেশ বাঘাইহাট ব্যাটালিয়ান (৫৪ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মোহাম্মদ আসাদুজ্জামান,পিএসসি জি, আর্টিলারি বিষয়টি নিশ্চিত করেছেন।