কাপ্তাইয়ে” স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আমাদের করণীয়” শীর্ষক মতবিনিময় সভা
॥ মোঃ কবির হোসেন, কাপ্তাই ॥
রাঙ্গামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে “স্মার্ট বাংলাদেশ বির্নিমাণে আমাদের করণীয় ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার চন্দ্রঘোনা কে আর সি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় গণযোগাযোগ অধিদপ্তরের প্রচার প্রচার-প্রচারণা অংশ হিসাবে এ মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিউদ্দিন সভাপতিত্বে কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, কেআরসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর নাহার বেগম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা কৃষি অফিসার মোঃ ইমরান আহমেদ। সভায় বিষয়ের উপর ধারনাপত্র উপস্থাপনা করেন, কাপ্তাই সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। প্রযুক্তিনির্ভর দেশ গঠনে আজকের শিক্ষার্থীরাই আগামীর সুন্দর বাংলাদেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী এবং সমাজের নেতৃস্থানীয় নারী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।