[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
দীঘিনালায় যৌথবাহিনীর হাতে অস্ত্রসহ ইউপিডিএফ কর্মী আটকবান্দরবানে রিপোর্টার্স ইউনিটির ভবন জোড়পূর্বক দখলের অভিযোগবান্দরবানের থানচিতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশমানিকছড়িতে চাঁদাবাজি করতে এসে জনতার হাতে অস্ত্রসহ সন্ত্রাসী আটকবরকল উপজেলার ভূষণছড়া ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগরাঙ্গামাটির লংগদুতে নৌকার কিছু নেতাকর্মী এখন ট্রাকে উঠে গেছেকাজে দীর্ঘসূত্রতা পরিহার এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে-পার্বত্য উপদেষ্টাসড়ক দুর্ঘটনায় কাপ্তাই বিএফআইডিসি এলপিসি শাখার কর্মচারী নিহতমানিকছড়ির নবাগত ইউএনও’র সাথে বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের শুভেচ্ছা বিনিময়খাগড়াছড়িতে বন্যাকবলিত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ
[/vc_column_text][/vc_column][/vc_row]

শেখ হাসিনা বৌদ্ধ ধর্ম এবং সকল ক্ষুদ্র জাতিসত্বার প্রতি অত্যন্ত আন্তরিক- দীপংকর

১৬১

॥ তুফান চাকমা, নানিয়ারচর ॥

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৌদ্ধ ধর্ম এবং সকল ক্ষুদ্র জাতিসত্বার প্রতি অত্যন্ত আন্তরিক। এই এলাকায় যত উন্নয়ন হচ্ছে সবকিছু শেখ হাসিনার নির্দেশে সম্ভব হচ্ছে। আগামী ৭তারিখ নৌকা মার্কায় ভোট দিলে শেখ হাসিনা আবারও প্রধানমন্ত্রী হবেন। এ বিহারে যে সমস্ত অসমাপ্ত কাজ গুলো রয়েছে সরকার ক্ষমতায় আসলে সবকিছু করে দেওয়া হবে।

রাঙ্গামাটির নানিয়ারচর রত্নাংকুর বন বিহারে মাসব্যাপী আকাশ প্রদীপ প্রজ্জলনের সমাপনী অনুষ্ঠানে প্রধান পূণ্যার্থী রাঙ্গামাটি ২৯৯নং আসনের সংসদ সদস্য পদপ্রার্থী দীপংকর তালুকদার এসব কথা বলেন।

দীপংকর তালুকদার আরও বলেন, ১৯৯৬’তে জননেত্রী শেখ হাসিনার সরকার গঠন করার সুযোগ পেয়েছি। যার ভিতরে ঐতিহাসিক পার্বত্য শান্তি করেছি। ৯৮’তে শেখ হাসিনা রাঙামাটিতে আসেন। আসার পরপরই নেত্রী বনভান্তের সাথে দেখা করার আগ্রহ প্রকাশ করেন। এর আগে অনেক সরকার এবং রাষ্ট্রপ্রধান রাঙামাটিতে আসলেও কখনো কেউ বনভান্তের সাথে দেখা করে শ্রদ্ধা নিবেদন করেনি। আমাদের নেত্রী রাজবন বিহারে গিয়ে বনভান্তের সাথে দেখা করে আশির্বাদ প্রার্থনা করেন।

রত্নাংকুর বন বিহার পরিচালনা কমিটির আয়োজনে বুদ্ধ মূর্তি দান, সঙ্ঘ দান, অষ্ট পরিষ্কার দান, আকাশ প্রদীপ দান সহ নানাবিধ দানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত পূণ্যার্থীদের উদ্দেশ্যে স্বধর্ম দেশনা প্রদান করেন রত্নাংকুর  বন বিহারের অধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাস্থবির।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অভয় প্রকাশ চাকমা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ত্রিদিব কান্তি দাশ, যুগ্ন সাধারণ সম্পাদক সন্তোষ বিকাশ চাকমা, জেলা পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, সাবেক সংরক্ষিত মহিলা আসনের এমপি ফিরোজা বেগম চিনু, নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমা, যুগ্ন সাধারণ সম্পাদক অ্যাড. দর্শন চাকমা ঝন্টু, সাংগঠনিক সম্পাদক জনতা শেখর চাকমা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পলেন তালুকদার, বিহার পরিচালনা কমিটির সভাপতি কমল কান্তি দেওয়ান সহ দূরদূরান্ত থেকে হাজারো পূণ্যার্থী উপস্থিত ছিলেন।