মানিকছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে অর্থদন্ড
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
মানিকছড়ি উপজেলার ডাইনছড়ি এলাকায় অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মোঃ কবির হোসেন (৪১) নামের একজনার কাছ থেকে ৪০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) বিকেলে উক্ত এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহীনা নাছরিন।
তিনি জানান, উপজেলার ডাইনছড়ি এলাকায় প্রশাসনকে ফাঁকি দিয়ে অবৈধভাবে পাহাড় কাটার খবরে সরেজমিনে গিয়ে তার সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তির কাছ থেকে ৪০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অবৈধভাবে পাহাড় কাটা ও বালু উত্তোলন বন্ধে নিয়মিত অভিযান অব্যহত থাকবে বলেও জানান তিনি।