নানিয়ারচরে মাসিক আইন শৃংঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
তুফান চাকমা, নানিয়ারচর
রাঙ্গামাটির নানিয়ারচরে মাসিক আইন শৃংঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে নানিয়ারচর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার আমিমুল এহসান খান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা।
এতে আরও উপজেলা ভাইস চেয়ারম্যান নুরজামাল হাওলাদার, নানিয়ারচর থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল হক, সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, নানিয়ারচর সদর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোধ খীসা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী এবং গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ সুস্থ নিরপেক্ষ ভাবে সম্পন্ন করতে উপজেলা নির্বাচন অফিস ও আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করতে জনপ্রতিনিধি সহ সকলকে আহ্বান জানান।