রাঙ্গামাটি হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ কতৃক শুভ বড়দিন উদযাপন
মানুষের মধ্যে ক্ষমাশীল মনোভাব সৃষ্টি এবং মানব জগতের হিতকর কল্যাণ সাধনের জন্যই প্রভু যীশুর আভির্বাব ঘটেছিলো। প্রভু যীশু ছিলেন একজন মহামানব। তিনি ছিলেন একাধারে ক্ষমাশীল, ধর্য্যশীল, কল্যানশীল দয়াশীল একজন মহামানব। মানুষের মধ্যে ক্ষমাশীল মনোভাব সৃষ্টি করা, মানুষের হিত সাধনে, কল্যাণ সাধনের জন্য, মানুষকে ধর্মপথে ফেরানোর জন্য মহামানব যীশু এই ধরাধামে আভির্ভুত হয়েছিলেন।
“শুভ বড় দিন” উপলক্ষে ২৫ ডিসেম্বর সকালে আসামবস্তিস্থ নির্মলা মারিয়া গির্জা এবং খ্যাপ্প্যা পাড়া প্রশংসা বেপটিস্ট চার্চ ও চাকমা চার্চে শুভ বড়দিন উপলক্ষে অনুষ্ঠিত সকাল থেকে দিনব্যাপী ধর্মীয় সংগীত, সমবেত প্রার্থণা, প্রভু যীশুর বানী পাঠ এবং সর্বপরি কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রভু যীশু খ্রীষ্টের স্মৃতিচারন করতে গিয়ে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলার সভাপতি শিক্ষক অরূপ মুৎসুদ্দী এসব কথা বলেন।
সকাল ৯টায় অরূপ মুৎসুদ্দী এবং সাধারণ সম্পাদক ইন্টু মনি তালুকদারের নেতৃত্বে ঐক্য পরিষদ নেতৃবৃন্দ প্রথমে নির্মলা মারিয়া গির্জাতে শুভ বড় দিনের ধর্মীয় মাঙ্গলিক অনুষ্ঠান সমবেত সংগীত, সমবেত প্রার্থণা, প্রভু যীশুর বানী পাঠ এবং কেককাটা অনুষ্ঠানে অংশ নেন। এখানে ধর্মীয় যাজক ফাদার মাইকেল রায় এসব মাঙ্গলিক অনুষ্ঠান পরিচালনা করেন। এরপর ঐক্য পরিষদ নেতৃবৃন্দ দুপুর ১২টায় খ্যাপ্প্যা পাড়া প্রশংসা বেপটিস্ট চার্চ এবং চাকমা চার্চ’র প্রভু যীশু খ্রীষ্টের স্মৃতিচারন মুলক আলোচনা সভায় অংশ নেন।
এখানে সভায় সভাপতিত্ব করেন উক্ত চার্চ সভাপতি রেভাঃ দীর্ব ধন চাকমা। আলোচনায় অংশ নেন প্রশংসা পেপটিস্ট চার্চ এবং চাকমা চার্চের ফাদার জয় মনি চাকমা।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলার পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে প্রভু যীশু খ্রীষ্টের স্মৃতিচারণ করেন সহ-সভাপতি ইন্দ্র দত্ত তালুকদার, সহ-সভাপতি ও সাবেক রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান পলাশ কুসুম চাকমা, সহ-সভাপতি লোমা লুসাই, সাধারণ সম্পাদক ইন্টু মনি তালুকদার সাংগঠনিক সম্পাদক রবীন্দ্রনাথ মাস্টার, এসময় ঐক্য পরিষদের অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঐক্য পরিষদ নেতৃবৃন্দ মানবিকা চাকমা ও ঐক্য পরিষদ নেতা শান্তি প্রিয় চাকমা প্রমুখ। পরে নেতৃবৃন্দরা চার্চ কর্তৃপক্ষের আত্মীয়তায় আমন্ত্রনে মধ্যহ্ন ভোজে অংশ নেন। (বিজ্ঞপ্তি)