[vc_row][vc_column css=”.vc_custom_1596871563159{margin-bottom: 0px !important;}”][vc_column_text css=”.vc_custom_1596874329023{padding-top: -30px !important;}”]

শিরোনাম
খাগড়াছড়ির রামগড়ে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতারইসরাইল কর্তৃক ফিলিস্থিনে গণহত্যার প্রতিবাদে রাঙ্গামাটিতে ওয়ার্ল্ড পীস্’র মানববন্ধনঢাকা রমনা লেকে ফুল ভাসিয়ে ফুলবিঝু উৎসব পালন করলেন পার্বত্য উপদেষ্টাখাগড়াছড়ির দীঘিনালায় ফুল বিঝু‘র র‌্যালী ও মাইনী নদীতে ফুল দিয়ে গঙ্গাদেবীকে পূজাবাঘাইছড়িতে বর্ণাঢ্য র‌্যালী ও কাচালং নদীতে ফুল ভাসিয়ে বিঝু শুরুপাহাড়ের বিঝু মেলাতে পাঁজন তরকারি খুবই জনপ্রিয়দক্ষিণ চট্টগ্রামের সর্ব-বৃহৎ কো-অপারেটিভ ‘মৌচাকের’ ৩০ তম সাধারণ সভা অনুষ্ঠিতবান্দরবানের আলীকদমে মাতামুহুরী ও তৈন খালে ফুল ভাসিয়ে বিষু-বিজু উৎসব শুরুবান্দরবানে গত তিন মাসে অপহৃত হয়েছে ৪৯জন, আতঙ্কে স্থানীয়রাপাহাড়ের সময় অনলাইন পোর্টাল আগামী ৭২-৯৬ ঘন্টা বন্ধ থাকবে
[/vc_column_text][/vc_column][/vc_row]

মানিকছড়ির খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে ফাঁটল

৯৭

॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥

খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি উপজেলা সড়ক ও জনপদ বিভাগ ও আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কার্যালয় সংলগ্ন দুটি স্থানে সংস্কার কাজের এক মাস শেষ হতে না হতেই সড়ক থেকে ঢালাই সরে গিয়েছে। যার ফলে উক্ত সড়কে চলাচলকারী ছোটবড় যানবাহণ ও পথচারীদের স্বাভাবিক চলাচলা বাধাগ্রস্ত হচ্ছে। যেকোনো সময়ে দুর্ঘটনার আশংকা করছে স্থানীয়রা। তবে বড় ধরণের দুর্ঘটনার আগেই উক্ত সড়ক পুনরায় মেরামতের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধ জানিয়েছেন তারা। স্থানীয়রা অভিযোগ করে বলছেন, নিম্নমানের কাজের কারণেই এমনটি হয়েছে।

উপজেলা সড়ক ও জনপদ বিভাগ সূত্রে জানা গেছে, গত ৩নভেম্বর পার্বত্য জেলা খাগড়াছড়ি এবং মানিকছড়ি উপজেলার কিছু অংশের মেরামত কাজ শুরু করে ঠিকাদারি প্রতিষ্ঠান সেলিম এন্ড ব্রাদার্স। তবে গত মাসখানেক আগে ঠিকাদারি প্রতিষ্ঠানটি মানিকছড়ি উপজেলা অংশের কাজ শেষ করে চলে যায়। কিন্তু মাস না পার হতে উক্ত সড়ক ও জনপদ বিভাগ ও উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) কার্যালয়ের সামনের দুটি স্থানের ঢালাই সরে যায়। যার ফলে উক্ত সড়কে স্বাভাবিক চলাচল বাধাগ্রস্থ হচ্ছে। দুর্ঘটনার আশংকা নিয়ে চলাচল করছে যানবাহন ও স্থানীয়রা।

ঐ এলাকার বাসিন্দা মোঃ মহিউদ্দিন মুকুল ও অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ আতিউল ইসলাম বলেন, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতি ও নিম্নমানের কাজের কারণেই কাজ শেষ না হওয়ার মাস খানের মধ্যে নতুন করা ঢালাই সড়ক থেকে সরে গিয়েছে। অথচ পূর্বের করা ঢালাই এখনও টিকে আছে।

উক্ত সড়কের মোটরসাইকেলে যাতায়াত করা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ বলেন, মোটরসাইকেল কিংবা অন্যান্য যানবহন চলাচলে চরম অনিরাপত্তাহীনতায় ভূগতে হচ্ছে। কেননা সড়কের একাংশ সরে গিয়েছে। যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনার আশংকা করছেন তিনি। এ সড়করে চলাচলকারী পথচারীরাও নিম্মমানের কাজের অভিযোগ করে দ্রুত সংস্কারের দাবী জানিয়েছেন।

এ বিষয়ে সড়ক ও জনপদ বিভাগের মানিকছড়ি উপবিভাগের উপ-সহকারি প্রকৌশলী পূর্ণদা বিকাশ চাকমার কাছে জানতে চাইলে তিনি জানান, টেকনিক্যাল সমস্যার কারণে এমনটি হতে পারে। তবে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্টানকে দ্রুত সময়ের মধ্যে উক্ত সড়কের মেরামত করে দেয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে উক্ত সড়ক মেরামত করা হবে।

সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের দায়িত্বরত ইঞ্জিনিয়ার মোঃ মনির হোসেন বলেন, টেকনিক্যাল কিংবা মিক্সড করতে সমস্যা হতে পারে। তাছাড়া ২ডিসেম্বর ভূমিকম্পের কারণে উক্ত সড়কে ফাঁটল ধরতে পারে। সাপ্তাখানের মধ্যে সংস্কার করে দেয়া কথাও জানিয়েছেন তিনি।