নৌকার প্রচার চলছে দাবড়িয়ে
রাঙ্গামাটিতে প্রচারণায় দীপংকরের সহধর্মিনী বিটা তালুকদার
॥ দেবদত্ত মুৎসুদ্দি গোপাল ॥
আগামী ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে নৌকার পক্ষে ভোট চেয়ে আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীরা জেলা শহরের আনাচে কানাচে নৌকা প্রতিকের ছোট পোস্টার আর লিফলেট নিয়ে ভোট প্রার্থনায় শহরের বিভিন্ন এলাকায় চষে বেড়াচ্ছেন। এছাড়াও আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদারও রাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক সহ সাধারণ মানুষের সাথে মতবিনিময় সভা সরকারের নানান উন্নয়ন তুলে ধরে কথা বলে যাচ্ছেন।
এদিকে বিভিন্ন এলাকায় আওয়ামীলীগের অংগসংগঠনের নারী পুরুষ সহ সর্বস্তরের নেতা কর্মীরা ইতিমধ্যে নগর-শহর এলাকায় প্রতীক হাতে চষে বেড়াচ্ছেন। প্রত্যেক ভোটারের নিকট ভোট প্রার্থনা করছেন এবং ভোট কেন্দ্রে যেতে উৎসাহ করছেন।
তার অংশ হিসেবে শনিবার (২৩ডিসেম্বর) দুপুরে দীপংকর তালুকদার এর সহধর্মিনী বিটা তালুকদারের নেতৃত্বে নারী পুরুষের একটি বড় দল শহরের গর্জনতলী এলাকায় নৌকার পক্ষে প্রচার এবং ভোট প্রার্থনা করে ছোট পোস্টর এবং লিফলেট বিতরণ করেছেন। এসময় শতের অধিক নারী পুরুষ তাঁর সাথে ছিলেন। এছাড়াও দলের নেতৃবৃন্দের মধ্যে জেলা পরিষদের সদস্য বিপুল ত্রিপুরা, জেলা আওয়ামীলীগের সদস্য ঝিনুক ত্রিপুরা, আবু তৈয়ব, পৌর কাউন্সিলর মোঃ জামাল উদ্দিন, শহর স্বেচ্ছাসেবকলীগ এর সভাপতি রমেশ মারমা সহ আরো অনেক নেতৃবৃন্দরাও উপস্থিত ছিলেন। এর আগে গর্জনতলীর মূল ফটকে প্রবেশ করলে এলাকার পক্ষে দীপংকর তালুকদার এর সহধর্মিনী বিটা তালুকদার সহ সবাইকেই ফুল দিয়ে বরণ করেন এলাকাবাসী।
প্রত্যেক্ষদর্শীরা জানান, প্রতীক বরাদ্দের পর থেকেই প্রচার প্রচারণায় আওয়ামীলীগের প্রার্থী দীপংকর তালুকদারের পক্ষে দলের অংগসংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও সাধারণ মানুষও প্রচার কাজে নেমেছেন। এবং তারা ভোটও চাইছেন প্রত্যেককে ভোট দিতে উৎসাহ যোগাচ্ছেন।