‘স্মাইল বাংলাদেশ’ এর উদ্যোগে মানিকছড়িতে কম্বল ও খাবার বিতরণ
॥ মোঃ ইসমাইল হোসেন, মানিকছড়ি ॥
মানিকছড়ি উপজেলার বিভিন্ন প্রত্যন্ত জনপদে ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরন করেছে চট্টগ্রামের বহুল পরিচিত সামাজিক উন্নয়নমূলক স্বেচ্ছাসেবী সংগঠন স্মাইল বাংলাদেশ।
শুক্রবার যোগ্যাছোলা ইউনিয়নে প্রত্যন্ত আসারতলী এলাকায় সকাল সাড়ে ১০টায় স্মাইল বাংলাদেশ প্রতিনিধিরা শতাধিক শীতার্তদের মাঝে মাতৃছায়া কিন্ডার গার্টেন এন্ড পাবলিক স্কুল প্রাঙ্গনে এবং গভামারা এলাকার অসহায় পরিবারের হাতে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেন স্মাইল বাংলাদেশ সদস্যরা। এছাড়া উপজেলা সদর গুচ্ছগ্রাম এলাকায় অবস্থিত দারুল ইহসান মাদ্রাসায় শতাধিক এতিম শিশুদের মাঝে দুপুরে খাবার পরিবেশন করলেন তারা।
এ সময় যোগ্যাছোলা ইউপি সদস্য মোঃ মান্নান, স্মাইল বাংলাদেশ সংগঠনের পরিচালক মোঃ নজরুল ইসলাম জয়, সদস্য শাহদাত হোসেন, পার্থ সরকার, তুহিনা আক্তার, নুসরাত জাহান, উম্মে হুমায়রা, প্রিয়সী, উম্মে হাবিবা, ফারহানা আলম নিশাত, মাতৃছায়া কিন্ডার গার্টেন এন্ড পাবলিক স্কুলের অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম, মানিকছড়ি ব্লাড ডোনার এসোসিয়েশন এডমিন খালেদ হাসান, মাইন উদ্দিন রাফি, মোঃ আরিফ প্রমূখ উপস্থিত ছিলেন।
স্মাইল বাংলাদেশ সংগঠনে পরিচালক মোঃ নজরুল ইসলাম জয় বলেন, স্মাইল বাংলাদেশের উদ্দেশ্য হলো সমাজের অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানো। তারই অংশ হিসেবে পাহাড়ে বসবাসরত সুবিধা বঞ্চিত পাহাড়ি-বাঙ্গালি জনগোষ্ঠীর মাঝে শীতের কষ্ট লাগবে কম্বল বিতরণ করা হয়েছে। সমাজের এমন অসহায় মানুষ গুলোর পাশে দাড়াতে পেরে আনন্দবোধ করেন সংগঠনে সদস্যরা।