খাগড়াছড়ির রামগড়ে পিসিএনপির উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত
॥ মোঃ মাসুদ রানা, রামগড় ॥
খাগড়াছড়ির রামগড়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রামগড় উপজেলা ও পৌর শাখার আয়োজনে ১৯৮৬ সালের ২২শে ডিসেম্বর পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠী শান্তিবাহিনী কর্তৃক রামগড়ে নৃশংস গণহত্যার শিকার নাগরিকদের স্বরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ১০টায় রামগড় উপজেলা প্রেস ক্লাব হলরুমে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) রামগড় পৌর কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেন এর সঞ্চালনায় রামগড় উপজেলা কমিটির সভাপতি আবুল খায়ের কন্ট্রাকটার এর সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও খাগড়াছড়ি জেলার যুগ্ম আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন। এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা কমিটির সহ-সভাপতি আবদুস সাত্তার, সাধারণ সম্পাদক কাজী মহিউদ্দিন দুলাল, পৌর কমিটির সিনিয়র সহ-সভাপতি মাওলানা এমদাদুল হক, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মহিলা পরিষদ নেত্রী রোকেয়া বেগম প্রমুখ।
শোকসভায় নিহতদের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। শেষে নিহতদের পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন নেতৃবৃন্দ।